ফ্লুগাল (Flugal) ২০০/১৫০/৫০ কি কাজ করে | ফ্লুগাল 200/150/50 খাওয়ার নিয়ম

 

ফ্লুগাল (Flugal) ২০০/১৫০/৫০ কি কাজ করে | ফ্লুগাল 200/150/50 খাওয়ার নিয়ম | ফ্লুগাল ট্যাবলেট এর দাম ও পার্শ্বপ্রতিক্রিয়া

আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের জন্য ফ্লুগাল (Flugal) ঐষদ কি কাজ করে,খাওয়ার নিয়ম, দাম ও পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে আলোচনা করবো। আসা করি যারা ফ্লুগাল ট্যাবলেট সম্পর্কে জানতে আগ্রহী বিস্তারিত তথ্য আজকের এই পোস্টে পেয়ে যাবেন।

ফ্লুগাল ২০০/১৫০/৫০ কি কাজ করে


ফ্লুগাল ফাঙ্গাল সংক্রমণের জন্য ব্যবহার করা হয়। শরীরের বিভিন্ন জায়গায় যেমন যোনি , ত্বক , মুখ ও মুখ গহ্বর , ফুসফুসে সাধারণত ছত্রাকের সংক্রমণে ব্যবহৃত হয় । তীব্র অথবা পুনরাক্রমণজনিত ভেজাইনাল ক্যানডিডিয়াসিস , মিউকোজাল ক্যানডিডিয়াসিস , সিস্টেমিক ক্যানডিডিয়াসিস এবং ক্রিপটোকক্কাস সংক্রমণে ( মেনিনজাইটিস সহ ) ব্যবহৃত হয় ।

       

ফ্লুগাল 200/150/50 খাওয়ার নিয়ম

ফ্লুগাল ২০০ ট্যাবলেটটি  আপনি সপ্তাহে ২ দিন খাবেন মানে ৩ দিন পর পর ১ টা করে খাবার পর।

ফ্লুগাল ৫০ ট্যাবলেটটি প্রতিদিন রাতে ১ টা করে খাওয়ার পর ১৪ দিন একটানা সেবন করতে হবে।

রেজিস্ট্রার চিকিৎসক রোগের ধরন অনুযায়ী খাওয়ার নিয়ম পরিবর্তন করতে পারেন। তাই চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী সেবন করিবেন।

ফ্লুগাল ট্যাবলেট এর দাম


ফ্লুগাল ২০০ ট্যাবলেট প্রতি পিস ২৫ টাকা করে।
ফ্লুগাল ১৫০ ট্যাবলেট প্রতি পিস ২২ টাকা করে।
ফ্লুগাল ৫০ ট্যাবলেট প্রতি পিস ৮ টাকা করে।

ফ্লুগাল এর পার্শ্বপ্রতিক্রিয়া

বমি বমি ভাব , পাকস্থলীর অস্বাচ্ছন্দতা , ডায়রিয়া , পাকস্থলীতে বাতাস জমা , মাঝে মাঝে লিভার এনজাইমের অস্বাভাবিকতা , খুম কম ক্ষেত্রে ফুসকুড়ি , এনজিওইডিমা এবং এনাফাইলেক্সিস দেখা দিতে পারে।

Tag: ফ্লুগাল (Flugal) ২০০/১৫০/৫০ কি কাজ করে,  ফ্লুগাল 200/150/50 খাওয়ার নিয়ম,  ফ্লুগাল ট্যাবলেট এর দাম ও পার্শ্বপ্রতিক্রিয়া

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)

Leave a Comment