প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফলাফল ২০২২ প্রকাশিত [dpe result 2023 pdf]

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফলাফল ২০২২ প্রকাশিত [dpe result 2023 pdf]

গত ২৮ শে ফেব্রুয়ারী প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২২ প্রকাশিত হয়েছে। তারপর ঐ দিন সন্ধায় প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশের চার ঘণ্টার মাথায় প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) থেকে তা স্থগিতের নির্দেশনা দেওয়া হয়। সফটওয়্যারে টেকনিক্যাল ত্রুটির (কোডিংসংক্রান্ত সমস্যা) কারণে তথ্যগত কিছু ভুল ধরা পড়ায় প্রকাশিত ফল স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।  

নোট: সংশোধিত রেজাল্ট প্রকাশিত। 

       

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২২ যেভাবে দেখবেন

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ফলাফল শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট http://www.mopme.gov.bd/ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের www.dpe.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।এ ছাড়া মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। DPE লিখে থানা বা উপজেলা কোড নম্বর লিখে রোল নম্বর ও সাল লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

 অথবা আপনি আমাদের ওয়েবসাইট থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২২ ডাউনলোড করতে পারবেন।

জেলার নাম ফলাফল ডাউনলোড লিংক 
রাজশাহী বিভাগের জেলা সমূহের প্রাথমিক বৃত্তির ফলাফল 2023 PDF   
জয়পুরহাট PDF 
বগুড়া PDF 
নওগাঁ PDF 
চাঁপাইনবাবগঞ্জ PDF 
রাজশাহী PDF 
নাটোর PDF 
সিরাজগঞ্জ PDF 
পাবনা PDF 
খুলনা বিভাগের জেলা সমূহের প্রাথমিক বৃত্তির ফলাফল 2023 PDF ডাউনলোড লিংক  
কুষ্টিয়া PDF 
মেহেরপুর PDF 
চুয়াডাঙ্গা PDF 
ঝিনাইদহ PDF 
মাগুরা PDF 
যশোর PDF 
নড়াইল PDF 
সাতক্ষীরা PDF  
খুলনা PDF 
বাগেরহাট PDF
ঢাকা বিভাগের জেলা সমূহের প্রাথমিক বৃত্তির ফলাফল 2023 PDF 
রংপুর বিভাগের জেলা সমূহের প্রাথমিক বৃত্তির ফলাফল 2023 PDF  
চট্টগ্রাম বিভাগের জেলা সমূহের প্রাথমিক বৃত্তির ফলাফল 2023 PDF   
বরিশাল বিভাগের জেলা সমূহের প্রাথমিক বৃত্তির ফলাফল 2023 PDF   
সিলেট বিভাগের জেলা সমূহের প্রাথমিক বৃত্তির ফলাফল 2023 PDF   
 ময়মনসিংহ বিভাগের জেলা সমূহের প্রাথমিক বৃত্তির ফলাফল 2023 PDF  

এবার ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ৩৩ হাজার জন এবং ৪৯ হাজার ৩৮৩ জন সাধারণ বৃত্তি পেয়েছে। সব মিলিয়ে মোট ৮২ হাজার ৩৮৩ জনকে এবার বৃত্তি দেওয়া হচ্ছে। 

প্রাথমিক বৃত্তি কত টাকা করে দেওয়া হবে?

ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসে ২২৫ টাকা করে পাবে। তাছাড়া উভয় ধরনের বৃত্তিপ্রাপ্তদের প্রতি বছর ২২৫ টাকা করে এককালীন দেওয়া হবে।

গত ৩০ ডিসেম্বর ২০২২ প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতি বিদ্যালয় থেকে ২০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

Tag:প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফলাফল ২০২২ প্রকাশিত [dpe result 2023 pdf]

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)

Leave a Comment