প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র ~ Exam Cares

মনে করো, তুমি লিজা জাফরিন নাহার। বিদ্যালয়ের প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লেখো।

[সি. বো. ১৫, ঢা. বো. ১৪]

প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র

তারিখ: ২৫/০৮/২০২৪

বরাবর,

প্রধান শিক্ষক,

সিদ্ধেশ্বরী গার্লস স্কুল

বেইলি রোড, ঢাকা।

বিষয়: প্রশংসাপত্রের জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি এই বিদ্যালয়ে গত ছয় বছর নিয়মিত ছাত্র হিসেবে পড়াশোনা করেছি। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় আমি বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হই। বিদ্যালয়ে অধ্যয়নকালে আমি বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। বিদ্যালয়ে বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমে আমার সক্রিয় অংশগ্রহণ ছিল। অল্পকিছু দিনের ভেতরেই একাদশ শ্রেণির ভর্তির কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তাই আমার একটি প্রশংসাপত্র প্রয়োজন।

অতএব, অনুগ্রহপূর্বক আমাকে আমার চারিত্রিক ও শিক্ষাবিষয়ক প্রশংসাপত্র প্রদান করে বাধিত করবেন।

বিনীত নিবেদক

আপনার একান্ত অনুগত

লিজা জাফরিন নাহার

দশম শ্রেণি

Leave a Comment