পান খাওয়া কি হারাম? ইসলাম কি বলে জেনে নিন

পান খাওয়া কি হারাম? ইসলাম কি বলে জেনে নিন | জর্দা সিগারেট খাওয়া কি হারাম

আসছালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্ধ সবাই কেমন আছেন। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক পাঠিকা আজকে আমরা সমাজে প্রচলিত একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো পান খাওয়া কি হারাম -জর্দা সিগারেট খাওয়া কি হারাম আমরা এটির উত্তর দেওয়ার চেষ্টা করবো।

           

পান খাওয়া কি হারাম

উত্তর : পান পাতাকে হারাম বলার কোনো সুযোগ নেই। কারণ এর কোনো দলিল নেই। এর মধ্যে ক্ষতিকর কোনো কিছু পাওয়া যায়নি। চুনের কিছু ক্ষতিকর দিক রয়েছে। কিন্তু চুন খাওয়া জায়েজ। 

জর্দা খাওয়া কি হারাম

ফকিহগণের মতে, জর্দা খাওয়া হারাম নয় এবং জর্দা খায় এমন ইমামের পিছনে ইকতিদা করাও বৈধ। এতে কোনো সমস্যা মনে করা উচিত নয়। আর যে জিনিস বেশি খেলে নেশা হয় তা কম খাওয়াও হারাম এ কথার দ্বারা মাদকদ্রব্য উদ্দেশ্য। জর্দা উদ্দেশ্য নয়। সতুরাং পানের সাথে জর্দা খাওয়া যাবে। আর কোনো ইমাম পানের সাথে জর্দা খেলে তার পেছনে নামাজ পড়া যাবে।

জর্দা খেলে মানুষ মাতাল হয় একথাটি সর্বৈব মিথ্যা। এতটুকু বলা যেতে পারে যে, অতিরিক্ত খেলে মাথা ঘুড়াবে। বমি আসবে।

সূত্র: আবু দাউদ : ২/৫১৮, ফাতাওয়া শামি : ৬/৪৬০

সিগারেট খাওয়া কি হারাম

আর সিগারেট খাওয়া কি হারাম এই নিয়ে আমাদের একটি আর্টিকেল দেওয়া আছে পড়ে নিতে পারেন।

Tag:-পান খাওয়া কি হারাম,জর্দা খাওয়া কি হারাম,সিগারেট খাওয়া কি হারাম

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)

Leave a Comment