পরের মুখে শেখা বুলি পাখির মত কেন বলিস… আর কোথাও পাবি নারে

পরের মুখে শেখা বুলি পাখির মত কেন বলিস... আর কোথাও পাবি নারে | সারমর্ম

পরের মুখে শেখা বুলি পাখির মত কেন বলিস?

পরের ভঙ্গি নকল করে নটের মত কেন চলিস?

তোর নিজস্ব সর্বাঙ্গে তোর দিলেন ধাতা আপন হাতে,

মুছে সেটুকু বাজে হলি, গৌরব কি বাড়ল তাতে?

আপনারে যে ভেঙে চুরে গড়তে চায় পরের ছাঁচে,

অলীক, ফাঁকি, মেকি সে জন নামটা তার কদিন বাঁচে?

পরের চুরি ছেড়ে দিয়ে আপন মাঝে ডুবে যারে,

খাঁটি ধন যা সেথায় পাবি, আর কোথাও পাবি নারে।

সারমর্ম: অন্ধ অনুকরণপ্রবণতা মানুষের জন্য বিশেষ ক্ষতিকর। কারণ, তাতে তার নিজস্ব বৈশিষ্ট্য, গুণাবলি ও সৃজনশীলতার পথ রুদ্ধ হয়ে যায়। তাই কেবল নিজ মেধা ও যোগ্যতায় বিকাশের মাধ্যমেই মানুষ সত্যিকারের গৌরব ও মর্যাদা অর্জন করতে পারে।

Leave a Comment