নাপা বাংলাদেশে একটি বহুপ্রচলিত ট্যাবলেট।নাপা প্যারাসিটামল একটি সুলভ ঔষধ যা সচরাচর জ্বর ও ব্যথা উপশমে সেবন করা হয়। আজকে আমরা নাপা ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। এই আর্টিকেল থেকে নাপা ট্যাবলেট এর কাজ কি, নাপা ট্যাবলেট খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া , নাপা ৫০০ দাম কত -নাপা ট্যাবলেট এর দাম জানতে পারবেন।
নাপা ট্যাবলেট এর কাজ কি
প্যারাসিটামল জ্বর , সর্দি জ্বর , ইনফ্লুয়েঞ্জা , মাথা ব্যথা , দাঁতে ব্যথা , কানে ব্যথা , শরীর ব্যথা , স্নায়ু প্রদাহজনিত ব্যথা , ঋতুস্রাবজনিত ব্যথা , মচেক যাওয়া ব্যথা , অন্ত্রে ব্যথা , পিঠে ব্যথা , অস্ত্রোপচার পরবর্তী ব্যথা , প্রসব পরবর্তী ব্যথা , প্রদাহজনিত ব্যথা এবং শিশুদের টিকা পরবর্তী ব্যথায় কার্যকরী । এটি বাতজনিত ও অস্টিওআর্থ্রাইটিসজনিত ব্যথা এবং অস্থিসংযোগ সমূহের অনমনীয়তায় কার্যকরী ।
নাপা ট্যাবলেট খাওয়ার নিয়ম
ট্যাবলেট :
- প্রাপ্ত বয়স্ক : ১-২ টি ট্যাবলেট ৪-৬ ঘন্টা পর পর দিনে সর্বোচ্চ ৮ টি ট্যাবলেট।
- শিশু (৬-১২ বছর) : আধা থেকে ১টি দিনে ৩-৪ বার ।
সিরাপ এবং সাসপেনশন :
- শিশু (৩ মাসের নীচে) : ১০ মি.গ্রা. হিসাবে (জন্ডিস থাকলে ৫ মি.গ্রা. হিসাবে) দিনে ৩-৪ বার।
- ৩ মাস – ১ বছরের নীচে : ১/২ থেকে ১ চা চামচ দিনে ৩-৪ বার।
- ১-৫ বছর : ১-২ চা চামচ দিনে ৩-৪ বার।
- ৬-১২ বছর : ২-৪ চা চামচ দিনে ৩-৪ বার।
- প্রাপ্তবয়স্ক: ৪-৮ চা চামচ দিনে ৩-৪ বার।
- এক্স আর ট্যাবলেট : ২ টি করে ট্যাবলেট দিনে ৩ বার।
- সাপাজেটরি : ১-৫ বছর : ১২৫-২৫০ মি.গ্রা. দিনে ৪ বার।
- ৬-১২ বছর বয়সের শিশুদের জন্য : ২৫০-৫০০ মি.গ্রা. দিনে ৪ বার।
- প্রাপ্ত বয়স্ক ও ১২ বছরের বেশী বয়সের শিশুদের জন্য : ০.৫-১ গ্রাম দিনে ৪ বার।
- পেডিয়াট্রিক ড্রপস্ : শিশু : ৩ মাস বয়স পর্যন্ত : ০.৫ মি.লি. (৪০ মি.গ্রা.), দিনে ৪ বার ।
- ৪-১১ মাস বয়স পর্যন্ত : ১ মি.লি. (৮০ মি.গ্রা.), দিনে ৪ বার। ১-২ বছর বয়স পর্যন্ত : ১.৫ মি.লি. (১২০ মি.গ্রা.), দিনে ৪ বার।
নাপা ৫০০ দাম কত -নাপা ট্যাবলেট এর দাম
- নাপা এক্সটা প্রতি পিসের দাম ২.৫০ টাকা
- নাপা ৫০০ প্রতি পিসের দাম ০.৮০ টাকা
- Napa DT ৫০০ প্রতি পিসের দাম ১.২৮ টাকা
- Napa Extend প্রতি পিসের দাম ১.৫১ টাকা
- Napa One 1000 mg প্রতি পিসের দাম ১.৩৯ টাকা
- Napa Rapid 500 প্রতি পিসের দাম ০.৮০ টাকা
নাপা ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া
অনুমােদিত মাত্রায় এটি পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত। তবে কদাচিৎ ত্বকের সংক্রমণ যেমন আর্টিকেরিয়া দেখা দিতে পারে।
নাপা ট্যাবলেট বেশি খেলে কি হয়
অত্যধিক মাত্রায় প্যারাসিটামল গ্রহণ করলে প্রথম ২৪ ঘন্টায় ফ্যাকাসে ভাব , বমি বমি ভাব বা বমি , ক্ষুধামন্দা , লিভারের ক্ষতি এবং পেটে ব্যথা প্রভৃতি লক্ষণ দেখা যায় । অত্যধিক মাত্রায় প্যারাসিটামল গ্রহণে আনুমানিক ১২-৪৮ ঘন্টার মধ্যে লিভার বৈকল্য দেখা দিতে পারে । প্যারাসিটামলের মাত্রাধিক্যের ফলে শর্করা বিপাকে অস্বাভাবিক স্বল্পতা এবং মেটাবোলিক এসিডোসিস দেখা দিতে পারে ।
Tag:নাপা ট্যাবলেট এর কাজ কি,নাপা ট্যাবলেট খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া,নাপা ৫০০ দাম কত, নাপা ট্যাবলেট এর দাম
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)