নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো।
নরসিংদী
১লা বৈশাখ ১৪২২
প্রিয় প্লাবন,
আজ পহেলা বৈশাখ, শুভ নববর্ষ। আশা করি ভালো আছো। অনেকদিন তোমার খোঁজ খবর পাই না।
ভূলে গেছ না কী? বন্ধু নববর্ষে বারবার মনে পড়ছে তোমার কথা। মনে পড়াটাই স্বাভাবিক।
নববর্ষ আমাদের সার্বজনীন উৎসব, প্রাণের উৎসব, জাতীয় উৎসব। এদিনে তোমাকে কাছে ফেলে
কতোই না ভালো লাগত! জীবন ও জীবিকার তাগিদে আমরা এক একজন একেক জায়গায় পড়ে আছি।
কিন্তু প্রাণের টান কমে গেছে এটি মনে করার কোন কারণ নেই। আমার বিশ্বাস থেকে এই
কথা বলছি। তোমারও মনোভাব সেরকমই হবে বলে আশাকরি।
নববর্ষ আমাদের জীবনকে উদ্দীপ্ত করে। অতীতের সব ব্যর্থতা, গ্লানি ভুলে গিয়ে নতুন
দিনের আহ্বানে জেগে উঠি আমরা, স্বপ্ন দেখি নতুন করে। নববর্ষ তোমার জীবনকেও
উদ্দীপ্ত করুক। নতুন দিনে আহ্বানে জেগে ওঠো তুমি, তোমার চোখের তারায় ভেসে উঠুক
নতুন দিনের স্বপ্ন- এ আমার প্রার্থনা। নববর্ষ তোমার জীবনকে আরো আশাবাদী করুক। এ
নববর্ষে আমরা সংকল্প করব, সকলের জীবন নতুনভাবে শুরু হোক। আমাদের সংস্কৃতি সমৃদ্ধ,
এখন আমাদের দরকার অর্থনৈতিক সমৃদ্ধ ঘটানো। নববর্ষের এ সম্মিলিত শক্তিই পারে
আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটাতে। নিশ্চয়ই তুমি বিপুল উচ্ছ্বাসে বরণ করে নিচ্ছ
নববর্ষকে। আগামী নববর্ষটা কি আমরা দু-বন্ধু একসঙ্গে কাটাতে পারি না? আমার অনুরোধ
বিষয়টি তুমি বিবেচনা করে দেখবে।
আমাদের এখানে বেড়াতে এলে খুব খুশি হব, তোমারও ভালো লাগবে। তোমার আব্বা আম্মাকে
আমার সালাম আর ছোট ভাই বোনকে আমার স্নেহ দিও। চিঠির উত্তর দিও।
ইতি
তোমার বন্ধু
আবির
আরো দেখুন :