হিন্ধু শাস্ত্র অনুযায়ী তাদের সব চেয়ে বড় উৎসব হলো দুর্গাপূজা। বাংলাদেশে যদি ও হিন্ধু জনগোষ্ঠী কম। কিন্তু গোটা ভারতে হিন্ধুদের জনসংখ্যা বেশি। শাস্ত্রমতে বলা হয় সপ্তমীতে দেবী দুর্গার আগমন এবং দশমিতে গমন হয়। সাধারণত প্রতি বছর সপ্তমী ও দশমী কী বার পড়ছে তার ওপর নির্ভর করে দেবীর কিসে আগমন এবং গমন সেটা বোঝা যায়।
২০২২ সালের দুর্গাপূজা কবে,কত তারিখে
Durga Pujo 2022 – 25th Mahalaya, arr tarpor 30th September Maha Panchomi, 1st October Maha Shasti, 2nd October Maha Saptami, 3rd October Maha Ashtami, 4th October Maha Navami and 5th October Vijay Dashami
দুর্গাপূজা ২০২২ সময়সূচী
- ২০২২ সালে মহালয়া পড়েছে ২৫ সেপ্টেম্বর, রবিবার। মহাপঞ্চমী – ৩০ সেপ্টেম্বর
- মহাষষ্ঠী – ১ অক্টোবর
- মহাসপ্তমী – ২ অক্টোবর
- মহাঅষ্টমী – ৩ অক্টোবর
- মহানবমী – ৪ অক্টোবর
- মহাদশমী – ৫ অক্টোবর।
দূর্গাপূজায় ছুটির/বন্ধের তালিকা ২০২২ বাংলাদেশ
দূর্গাপুজায় মাত্র ১ টি ছুটি রয়েছে সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ৫ অক্টোবর ২০২০ বুধবার দুর্গাপূজা (বিজয়া দশমী) এই দিন বাংলাদেশের সকল অফিস আদালত বন্ধু থাকবে।
দুর্গা পুজো আর কতদিন বাকি
দুর্গা পূজার আরো বাকি কত দিন আজকের তারিখ অনুযায়ী উপরে উল্লেখিত দুর্গাপূজার সময়সূচি দেখে নিবেন। তাহলে দুর্গা পুজো আর কতদিন বাকি পেয়ে যাবেন।
মা দূর্গা এবার কিসে আসছে ২০২২
4/9গজে আগমন- ২০২২ সালে দেবী দুর্গার আগমন হবে গজে। অর্থাৎ হস্তিতে চড়ে মা দুর্গা পা রাখবেন মর্ত্যে। এমনই মত শাস্ত্রে।
Tag:দুর্গাপূজা ২০২২ সময়সূচী ও ছুটির তালিকা, দেবীর আগমন ও গমন 2022
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)