দরূদ পড়ো জুলুছ কর, গাও নবীজির শান

Join Telegram for More Books

Table of Contents

গাও নবীজির শান

মাওলানা শামশু ভান্ডারী (রহঃ)

————————————————

দরূদ পড়ো জুলুছ কর, গাও নবীজির শান

বড় ভাগ্যবান আমরা, বড় ভাগ্যবান (২)

আল্লাহ নুরের নুর হইতে বানায় যাহারে

তাহার উম্মত করল আল্লাহ আমরা সবারে।

শেষ নাই এ শোকর, করলে জীবন বর

কেমন এহছান \ ঐ

সকল নবীর নবী মোদের মুহাম্মদ রাসুল

যার উছিলায় হাত তুলিলে দোয়া হয় কবুল।

সে- নুরেরই পুতুল, নুরানী বুলবুল

বড় দয়াবান \ ঐ

যার খাতিরে বানায় আল্লাহ জমিন আর আসমান

সে নবীর উম্মতের আর কিসের পেরেশান।

পেয়েছি ঈমান, হলাম মুসলমান

কি করবে শয়তান \ ঐ

বারই রবিউল আউয়াল সোমবারে রাতে

পাপী বান্দার এল বন্ধু আরব দেশেতে

তাহার নুরেতে, বিশ্ব জগতে

হয় নুরের বাগান \ ঐ

রাহমাতুল্লীল আলামিন যে সে মোদের নবী 

তাঁহার প্রেমেতে আল্লার পেয়ারা হবি

ক্ষমা সব পাবি, বেহেস্তে যাবি

গাইলে গুণগান \ ঐ

আপনার পছন্দের আর দেখুন

Leave a Comment