ডিগ্রি ২য় বর্ষ বাংলা জাতীয় ভাষা (আবশ্যিক) সাজেশন ২০২৪ -ডিগ্রি পাস ২০২২ – Degree 2nd Year Bangla Suggestion 2024

আসছালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন। আসা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আমরা এডুকেশন বিষয়ে সকল প্রকার আপডেট আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি। আজকে আমরা তোমাদের ২০২২ সালের ডিগ্রি ফাস সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের বাংলা আবশ্যিক সাজেশন ২০২৪ তোমাদের মাঝে শেয়ার করবো। আসা করি তোমাদের অনেক কম আসবে এখান থেকে । 

ক বিভাগ

ক।
১। ক্ষণপ্রভা শব্দের অর্থ কি?
@ বিজলি
২। আত্নবিলাপ শব্দের অর্থ ক?
@একান্ত ব্যক্তিক অনুভূতিজাত ক্রন্দন।
৩। ধীবর কিসের লোভে অতল জলে ডুবে?
@ মুক্তা ফলের
৪। ঐকতান কবিতাটি কোন কাব্যগ্রন্থ অন্তগত?
@ জন্মদিনে
৫। চৈতি হাওয়া কবিতার প্রতীকী অর্থ কি?
@ বিরহের যন্ত্রনা
৬। উচাটন শব্দের অর্থ কি?
@ উন্মাতাল
৭। বনলতা সেন কবিতা থেকে দুইটি জনপদের নাম
লিখ?
@ বিদিশা ও শ্রাবন্তী
৮। মানস প্রিয়া কে?
@ বনলতা সেন
৯। কবি ফররুখ আহমদ ডাহুকের ডাকে কি শুনতে
পান?
@ মুক্তির বানী
১০। নিষাদ শব্দের অর্থ কি?
@ ব্যাধ, মৎসজীবী
১১। নীলোৎপল অর্থ কি?
@ নীল পদ্ম
১২। বারবার ফিরে আসে কোন কাব্যগ্রন্থ
অন্তগত ?
@ দুঃসময়ের মুখোমুখি
১৩। নিষাদ কি কোনদিন পক্ষিণীর গোত্র ভূল
করে? এটি কোন কবিতার চরণ?
@ সোনালী কাবিন ৫
১৪। টেকচাদী বাংগালা কি?
@ বাঙলার প্রচলিত ভাষা
১৫। বাংলার স্কট বলা হয় কাকে?
@ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৬। টেকচাদ কোন ভাষায় শিক্ষিত?
@ইংরেজি ভাষায়
১৭। এক তেলে চাকাও ঘোরে আর এক
তেলে মনও ফেরে কে বলেছেন?
@ হরপ্রসাদ শাস্ত্রী
১৮। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ কথাটি কে
বলেছেন?এবং উক্তিটি কোন প্রবন্ধের?
@ রবিন্দ্রনাথ ঠাকুরের। সভ্যতার সংকট
১৯। বার্ধক্য কি?
@পুরাতন কে আঁকড়ে থাকাই
২০। শিখা পত্রিকার মুলমন্ত্র কি ছিল?
@ জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে
আড়ষ্ট , মুক্তি সেখানে অসম্ভব ।
২১। ডিরোজি কোন স্কুলের শিক্ষক?
@ হিন্দু কলেজের
২২। যতমত তত পথ কথাটি কে বলেছেন/ এর
প্রবতকে?
@ রামকৃষ্ণ পরমহংস
২৩। বিবেকানন্দ কার শিষ্য ছিলেন?
@ রামকৃষ্ণ পরমহংস
২৪। রাজবন্দী জবান বন্দি প্রবব্ধ টি কোথায়
প্রকাশিত হয়?
@ ধুমকেতু পত্রিকায়
২৫। বহুভঙ্গিম অর্থ কি?
@ বহু প্রকার অভিব্যক্তি আছে এমন।
২৬। ধর্মকে কারা কালচার বলে পালন করে?
@ সাধারন লোকেরা।
২৭। বাংলার নবজাগরণ প্রভাত নক্ষত্র কে?
@ রাজা রামমোহন রায়
২৮। রাজবন্দী জবানবন্দি তে লেখক কে
কোন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে?
@ লেখক কে রাজদ্রোহের অভিযোগে
অভিযুক্ত করা হয়।
২৯। একরাত্রি গল্পের নায়ক কি হতে
চেয়েছেন?
@ কালেক্টর সাহেব
৩০। গল্পের নায়িকার নাম কি?
@ সুরবালা
৩১। একরাত্রি গল্পের কাহিনী কোন পুরুষ বর্ণিত
হয়েছে?
@ উত্তম পুরুষ
৩২। অন্নপূর্ণা কে?
@ সহায় হরির স্ত্রীর।
৩৩। সহায়হরির বড় মেয়ের নাম কি?
@ ক্ষেন্তি
৩৪। এমদাদের প্রথমে কোন আন্দোলনে
যোগদান করে?
@ অসহযোগ ও খেলাফত আন্দোলন
৩৫। খোদা যাকে শাফা না দেন তাকে কে ভাল
করিতে পারে কথাটি কার?
@ পীর সাহেবের।
৩৬। ভিখু ডাকাতির পর কার কাছে আশ্রয়ার্থী
হয়েছিল?
@ পেহ্লাদ বাগদীর কাছে
৩৭। সাঙ্গাৎ শব্দের অর্থ কি?
@ বন্ধু, মিতা
৩৮। নয়নচারা গল্পের কোন নদীর কথা বলা
হয়েছে?
@ ময়ূরাক্ষী নদী
৩৯। নয়নচারা গল্পে আমু কে?
@ নয়ন চারা গল্পের বান ভাসী মানুষ ।
৪১। নয়ন চারা গল্পের অসহায় ছিন্নমূল মানুষের
প্রতিনিধি কে?
@ আমু
৪০। গহুরালীর গ্রামের নাম কি?
@ মাউলতলা
৪১। সুহাস পেশায় কী?
@ নাপিত
৪২। হলুদ রঙ ঝুলছে কথাটির অর্থ কি /
@ দোকানে ঝোলানো ক কড়ি কলা
৪৩। এটা নতুন জিবনের রাস্তা মুলত উক্তিটি কার?
@ গহুরালি র
৪৪। ভিখু কাকে হত্যা করেন?
@ বসির কে
৪৫। ক্ষেন্তি কি রোগে মৃত্যু বরণ করে
@ বসন্ত রোগে
৪৬। কলিমন কে
@ রজবের স্ত্রী
৪৭। শুদ্ধ বানান লিখ?
উচ্ছ্বাস, সাক্ষরতা,
মনমোহন, পীপীলিকা, দৈন্যতা, প্রাণীবিদ্যা,
উজ্জল, প্রবাহমাণ।
বই দেখো
৪৮। বাংলা ভাষার চলিত গদ্যরীতি প্রবর্তক কে?
@ প্রমথ চৌধুরী
৪৯। খাটি গরুর দুধ কথাটির শুদ্ধরুপ লিখ?
@ গরুর খাটি দুধ
৫০। খাটি সুন্দর বনের মধু কথাটির শুদ্ধরুপ লিখ?
@ সুন্দরবনের খাটি মধু

এ ছাড়া বিগত সালের গুলো চর্চা করেন।

Tag:ডিগ্রি ২য় বর্ষ বাংলা জাতীয় ভাষা (আবশ্যিক) সাজেশন ২০২৪, ডিগ্রি পাস ২০২২ – Degree 2nd Year Bangla Suggestion 2024,ডিগ্রি ২য় বর্ষ বাংলা (আবশ্যিক) সাজেশন ২০২৪

Leave a Comment