টাডালাফিল (Tadalafil) এর কাজ কি | টাডালাফিল খাওয়ার নিয়ম

 

টাডালাফিল (Tadalafil) এর কাজ কি |  টাডালাফিল  খাওয়ার নিয়ম | টাডালাফিল এর দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া

       

টাডালাফিল (TadalafilTadalafil) এর কাজ কি

  • ভিগোরেক্স ট্যাবলেট  ইরেক্টাইল ডিসফাংশন এবং পুরুষদের অন্যান্য যৌ*ন সমস্যার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এমন একটি ওষুধ। এটি পুরুষদের মধ্যে যৌ*ন ক্রিয়াকলাপের সমস্যা থেকে মুক্তি দিতে ভীষণ কার্যকর। সিলডেনাফিল সাইট্রেট এই ওষুধের একটি সল্ট ফর্ম। এটি যৌ*ন সঙ্গ*মের সময় লি*ঙ্গের গঠন বজায় রাখার জন্য পুরুষের যৌ*নাঙ্গের মধ্যে রক্ত ​​প্রবাহকে বৃদ্ধি করতে ব্যবহৃত হয়। ওষুধটি লিঙ্গের মধ্যে রক্ত ​​প্রবাহকে বাড়িয়ে পুরুষদের মধ্যে যৌ*ন ক্রিয়াকলাপের সময় ক্ষমতা বাড়ানোর জন্য এবং লিঙ্গের উত্থানকে বজায় রাখতে সহায়তা করে।

 টাডালাফিল  খাওয়ার নিয়ম

  • প্রাথমিকভাবে বেশির ভাগ রােগীর ক্ষেত্রে ইনটিমেট ১০ মি.গ্রা. যৌন উত্তেজনা বৃদ্ধিতে নির্দেশিত হয়। 
  • প্রত্যেক রােগীর সহনশীলতা এবং কার্যক্ষমতা এর উপর নির্ভর করে মাত্রা ২০ মি.গ্রা. পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে অথবা ৫ মি.গ্রা এ কমিয়ে আনা যেতে পারে। 
  • বেশির ভাগ রােগীদের ক্ষেত্রে সর্বোচ্চ ব্যবহারের মাত্রা দিনে একবার । 
  • খাদ্যের সাথে ব্যবহার: ইনটিমেট সেবনের উপর খাদ্য গ্রহণের তেমন প্রভাব নেই। 
  • বয়ষ্ক রােগীর ক্ষেত্রে: ৬৫ বছরের অধিক বয়ষ্ক রােগীদের ক্ষেত্রে ডােজের সমন্বয় করার প্রয়ােজন নেই।

ভিগোরেক্স ট্যাবলেট 

বাণিজ্যিক নাম টাডালাফিল
জেনেরিক টাডালাফিল
ধরণ ট্যাবলেট
পরিমাপ 20mg,
চিকিৎসাগত শ্রেণি Drugs for Erectile Dysfunction
উৎপাদনকারী Albion Pharmaceuticals Ltd, Accord Healthcare Limited, Salud Care India Pvt Ltd, Hab Pharmaceuticals & Research Limited
উপলভ্য দেশ Bangladesh, United Kingdom, United States, India, Nigeria

 টাডালাফিল (Tadalafil) 5/10/20 mg এর দাম কত

টাডালাফিল 5 mg প্রতি পিস ট্যাবলেট এর মূল্য ১৮ টা এবং  10 Mg প্রতি পিস ট্যাবলেট এর মূল্য ৩৫ টাকা ও 20 mg এর মুল্য প্রতি পিস  60টাকা।

পার্শ্বপ্রতিক্রিয়া

শারীরিক-হাইপারসেনসিটিভিটি রিএকশন যার মধ্যে রয়েছে, র‍্যাশ, আরটিকারিয়া, ফেশিয়াল, ইডিমা, স্টেভেনস-জনসন সিনড্রম এবং এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস। কার্ডিওভাসকুলার এবং সেরিব্রোভাসকুলারমায়ােকার্ডিয়াল ইনফ্রাকসন, সাডেন কার্ডিয়াক ডেথ, আনস্ট্যাবল এনজিনা পেকটোরিস, ভেনট্রিকুলার এরিথমিয়া, স্ট্রোক, ট্রানসিয়েন্ট ইস্কেমিক এটাকস, চেষ্ট পেইন, পালপিটেশনস এবং ট্রাকিকার্ডিয়া দেখা দিতে পারে। 

যে সমস্ত রােগীদের ক্ষেত্রে এইসব ইভেন্টগুলাে হতে পারে তাদের পূর্ব হতেই কার্ডিওভাসকুলার ঝুঁকি ছিল। হাইপােটেনশন (হাইপারটেনিসিভ এজেন্ট এর সাথে টাডালাফিল নিলে রােগীদের সাধারণত এটি হয়ে থাকে), সাইনকোপ। 

ত্বক এবং সাবকিউটেনিয়াস টিস্যু- হাইপারহাইড্রোসিস (ঘাম ঝরা) গ্যাসট্রোইনটেসটিনাল- পেট ব্যথা এবং গ্যাসট্রোইসােফেজিয়াল রিফ্লাক্স। 

নারভাস সিস্টেম- মাইগ্রেন, ট্রানসিয়েন্ট গােবাল এমনেসিয়া। রেসপিরেটোরি সিস্টেম ইপিস্টেক্সিস (নাক দিয়ে রক্ত পড়া)। 

স্পেশিয়াল সেনসেস- ব্লার্ড ভিশন, নিউরােপ্যাথি, রেটিনাল ভেইন অকুশন, ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট। 

Tag:-টাডালাফিল (Tadalafil) এর কাজ কি |  টাডালাফিল  খাওয়ার নিয়ম | টাডালাফিল এর দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)

Leave a Comment