ঝিঙে ফুল কাজী নজরুল ইসলাম কবিতা | কবিতা ঝিঙে ফুল

   
   

   

ঝিঙে ফুল কাজী নজরুল ইসলাম কবিতা  

কবিতা ঝিঙে ফুল  

Kobita Zinge Ful Kazi Nazrul Islam 

ঝিঙে ফুল 

কাজী নজরুল ইসলাম 

ঝিঙে ফুল ! ঝিঙে ফুল । 

সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে – কুল— 

                 ঝিঙে ফুল । 

    গুল্নে পর্ণে 

    লতিকার কর্ণে 

    ঢলঢল স্বর্ণে 

    ঝলমল দোলাে দুল— 

                 ঝিঙে ফুল । 

পাতার দেশের পাখি বাধা হিয়া বোটাতে , 

গান তব শুনি সাঁঝে তব ফুটে ওঠাতে । 

    পউষের বেলাশেষ 

    পরি জাফরানি বেশ 

    মরা মাচানের দেশ 

করে তােলাে মশগুল 

                   ঝিঙে ফুল । 

শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুকু রে , 

আলুথালু ঘুমু যাও রােদে পলা দুপুরে । 

    প্রজাপতি ডেকে যায় —

   ‘বোটা ছিড়ে চলে আয় । ” 

    আসমানে তারা চায়— 

    চলে আয় এ অকূল ! 

                  ঝিঙে ফুল । 

তুমি বলাে— ‘আমি হায় 

ভালােবাসি মাটি – মা’য় , 

চাই না ও অলকায় 

     ভালাে এই পথ – ভুল । 

             ঝিঙে ফুল ।

Tag: ঝিঙে ফুল কাজী নজরুল ইসলাম কবিতা,  কবিতা ঝিঙে ফুল,  Kobita Zinge Ful Kazi Nazrul Islam, 

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)

Leave a Comment