জুম্মার নামাজের নিয়ম (A To Z) | জুম্মার নামাজের নিয়ত আরবিতে বাংলায়

(শুক্রবারের) জুমার নামাজের নিয়ম | জুম্মার নামাজের নিয়ত আরবিতে বাংলায় | জুমার নামাজ মোট কত রাকাত কি কি

আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ আসা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আমরা তোমাদের জুমার নামাজের নিয়ম – জুম্মার নামাজের নিয়ত আরবিতে বাংলায় – জুমার নামাজ মোট কত রাকাত কি কি বিস্তারিত আলোচনা করবো। আসা করি তোমাদের উপকার হবে।

       

জুম্মার নামাজের সময়

জুমার দিন যোহরের নামাযের পরিবর্তে দুই রাকাআত জুমআর নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ইহার ওয়াক্ত যোহরের ওয়াক্তের সময়।জুম্মার দিন দুপুরে গোসল করিয়া পরিষ্কার পোষাক পরিধান করিয়া আযানের সাথে সাথে মসজিদে উপস্থিত হইয়া জুম্মার নামাজ আদায় করতে হয়।

জুমার নামাজের নিয়ম 

দুই রাকাত জুমার নামাজ পড়া ফরজ। এছাড়া ফরজ নামাজের আগে চার রাকাত কাবলাল জুমা এবং পরে চার রাকাত বাদাল জুমা (সুন্নাত নামাজ) আদায় করতে হয়। এ ছাড়াও মসজিদে প্রবেশ করেই দুই রাকাত দুখুলিল মসজিদ নামাজ আদায় করা সুন্নাত। জুমার নামাজের আগের পরের এসব নামাজ জুমার নামাজের অংশ নয়।

জুমার নামাজ মোট কত রাকাত কি কি

জুমার নামাজ মোট ১০ রাকাত। 

চার রাকাত কাবলাল জুমআ,তারপর দুই খুতবা পাঠের পর দুই রাকাত ফরজ নামাজ তারপর চার রাকাত বা’দাল জুমআ আদায় করতে হয়। 

জুম্মার দিন সময় থাকলে তাহিয়্যাতুল অজু, দুখলুল মসজিদ, সুন্নতুল ওয়াক্ত ও নফল নামাজ আদায় করা উত্তম। কিন্তু ঐ নামাজ গুলো জুমাআর নামাজের সাথে সম্পৃক্ত নয়।

 জুম্মার নামাজের নিয়ত আরবিতে বাংলায় 

জুম্মার নামাজের নিয়ত আরবিতে বাংলায় নিচে তুলে ধরা হলোঃ-

চার রাকাত কাবলাল জুমআর নিয়ত

বাংলা উচ্চারণ

 উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তাআলা আরবায়া রাকাআতি ছালাতিল ক্বাবলাল জুমুআতি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা,মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতি শারীফাতি আল্লাহু আকবর।

বাংলায় নিয়ত

 আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ক্বেবলামুখী হইয়া চার রাকআত ক্বাবলাল জুমআ সুন্নাত নামাজ আদায় করিতেছি,আল্লাহু আকবর।

দুই রাকাত জুম্মার ফরজ নামাজের নিয়ত

বাংলা উচ্চারণ 

নাওয়াইতু আন উসাক্বিতা আ’ন যিম্মাতি ফারদুজ্জুহরী বিআদায়ি রাকআতাই ছালাতিল জুমুআতি ফারদুল্লাহি তাআলা ইক্বতাদাইতু বিহাযাল ইমামি মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কা’বাতিশ্‌ শারিফাতি আল্লাহু আকবর।

বাংলায় নিয়ত 

 আমি আল্লাহ্‌র জন্য ক্বেবলা মুখী হইয়া আমার উপর যোহরের ফরজ নামাজ উত্তীর্ন করিতে জুমআর দুই রাকআত ফরজ নামাজ এই ইমামের পিছনে পড়িতে নিয়ত করিলাম,আল্লাহু আকবর।

চার রাকাত বা’দাল জুমআর নিয়ত

বাংলা উচ্চারণ

 নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তাআলা আরবায়া রাকাআতি ছালাতিল বা’দাল জুমুআতি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা,মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতি শারীফাতি আল্লাহু আকবর।

বাংলায় নিয়ত

 আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ক্বেবলামুখী হইয়া চার রাকআত বা’দাল জুমআ সুন্নাত নামাজ আদায় করিতেছি,আল্লাহু আকবর।

শুক্রবারের জুম্মার নামাজের নিয়ত 

বন্ধুরা উপরে শুক্রবারের জুম্মার নামাজের নিয়ত তুলে ধরা হলো দেখে নিন।

জুম্মার নামাজের নিয়ত

Tag:- জুমার নামাজের নিয়ম,জুম্মার নামাজের নিয়ত আরবিতে বাংলায়,জুমার নামাজ মোট কত রাকাত কি কি,

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)

Leave a Comment