জীবন যেদিন বিশ্ব থেকে (ইসলামিক লিরিক্স) – মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী | Jibon Jedin Bissho Theke (Islamic Lyrics)

জীবন যেদিন বিশ্ব থেকে নিঃস্ব হয়ে যাবে থেমে, মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী, Jibon Jedin Bissho Theke, Mohammad Salim Riyad Haqqany

Admin



Join Telegram for More Books

Table of Contents


জীবন যেদিন বিশ্ব থেকে নিঃস্ব হয়ে যাবে থেমে - মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী | Jibon Jedin Bissho Theke - Mohammad Salim Riyad Haqqany

নাতে রাসূল : জীবন যেদিন বিশ্ব থেকে নিঃস্ব – মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী

Lyric & Tune: Mawlana Mohammad Salim Riyad Haqqany



জীবন যেদিন বিশ্ব থেকে নিঃস্ব হয়ে যাবে থেমে,
সেদিন যেনো জীবন আমার থাকে নবীজির প্রেমে।

অন্ধকার কবরে যখন লাগবে না ভালো,
তখন আমি পাই যেন দয়াল মদিনার আলো (২ বার)
যার লাগিয়া রাত জ্বাগিয়া কাঁন্দি দুই নয়নে। ঐ

অসহায়ের সহায় তুমি ওগো মদিনা ওয়ালা
তোমারী নূর দিয়ে হৃদয় কর উজ্বালা (২ বার)
মরতে পারি যেনো আমি আপনারি কদমে। ঐ

মৃত্যুর সময় হবে যখন আমার অসীম যন্ত্রণা
সেই যন্ত্রণায় দেখা দেবেন হে শাহে মদীনা
আশা পূরণ কর আমার কঠিন মরণে। ঐ

আপনরা পছন্দের আরো দেখুন

Leave a Comment