আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের জিম্যাক্স (Zimax) ২৫০/৫০০ এর কাজ কি- Zimax 500 খাওয়ার নিয়ম -জিম্যাক্স ৫০০/২৫০ এর দাম কত বিস্তারিত আলোচনা করবো।
জিম্যাক্স ৫০০/২৫০ এর কাজ কি
জিন্যাক্স একটি অ্যাজালাইড যা ম্যাক্রোলাইড এন্টিবায়োটিকের একটি উপশ্রেণি। জিম্যাক্স কিছু নির্দিষ্ট ব্যাকটেরিয়ার সংক্রমণের চিকিৎসায় ও প্রতিকারে বেশিরভাগ ক্ষেত্রে মধ্য কর্ণের সংক্রমণ, স্ট্রেপ থ্রোট, নিউমেনিয়া, টাইফয়েড, ব্রংকাইটিস ও সাইনাসের প্রদাহ রোধে ব্যবহার করা হয়। জিম্যাক্স ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণকে বাধা দেয়ার মাধ্যমে ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করে। এটি (জিম্যাক্স) ব্যাকটেরিয়ার রাইবোজোমের ৫০ং সাবইউনিটের সাথে যুক্ত হয়ে ব্যাকটেরিয়ার সজঘঅ এর ট্রান্সলেশন বন্ধ করে।
জিম্যাক্স সংবেদনশীল জীবাণুঘটিত নিম্নলিখিত সংক্রমণে নির্দেশিত হয়ে থাকে-
- শ্বাসতন্ত্রের নিম্নাংশের সংক্রমণ, যেমন- ব্রংকাইটিস এবং নিউমোনিয়া।
- শ্বাসতন্ত্রের উর্ধ্বাংশের সংক্রমণ, যেমন- সাইনুসাইটিস , ফেরিনজাইটিস/টনসিলাইটিস, ওটাইটিস মিডিয়া।
- ত্বক ও অন্যান্য নরম কলাসমূহের সংক্রমণ।
- পুরুষ ও মহিলার নিম্নলিখিত যৌনরোগের চিকিৎসায় জিবাক ব্যবহৃত হয়ে থাকে; নন-গনোকক্কাল ইউরেথ্রাইটিস, ক্লামাইডিয়া ট্র্যাকোম্যাটিস ঘটিত সারভিসাইটিস।
বাণিজ্যিক নাম | জিম্যাক্স |
জেনেরিক | এজিথ্রোমাইসিন |
ধরণ | ট্যাবলেট, পাউডার ফর সাসপেনশন, আইভি ইনফিউশন, ইনজেকশন |
পরিমাপ | 250mg, 500mg, 200mg/5ml, 500mg/vial, 1%, 1gram |
চিকিৎসাগত শ্রেণি | Macrolides |
উৎপাদনকারী | Popular Pharmaceuticals Ltd, Pt Pratapa Nirmala |
উপলভ্য দেশ | Bangladesh, Indonesia |
জিম্যাক্স ৫০০/২৫০ খাওয়ার নিয়ম
জিবাকক্যাপসুল এবং সাসপেনশন খাবার গ্রহণেরন অন্তত এক ঘন্টা পূর্বে অথবা দুই ঘন্টা পরে গ্রহণ করতে হবে। তবে জিবাক ৫০০ ট্যাবলেট খাবার গ্রহণের পূর্বে অথবা পরে কিংবা খাবারের সাথে গ্রহণ করা যেতে পারে। জিবাক সাসপেনশন তৈরীর জন্য ১০ মি.লি বা ২ চা চামচ পরিমাণ সদ্য ফুটানো ঠান্ডা পানি সবটুকু শুষ্ক পাউডারের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
- বয়স্ক মাত্রা: শ্বাসতন্ত্রের সংক্রমণের জন্য সর্বমোট ১.৫ গ্রাম জিবাক তিন দিনে সেবন করতে হয়। অর্থাৎ প্রতিদিন ৫০০ মি.গ্রা. জিবাক পর পর তিন দিন খেতে হয়। বিকল্প মাত্রা হিসেবে প্রথম দিন ৫০০ মি.গ্রা. এবং পরবর্তী ৪ দিন প্রতিদিন ৩৫০ মি.গ্রা. করেও জিবাক সেবন করা যেতে পারে।
- ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস ঘটিত যৌনরোগের ক্ষেত্রে জিবাক এর ১ গ্রাম একক মাত্রায় গ্রহণ করতে হয়। বিকল্প মাত্রা হিসেবে প্রথম দিন ৫০০ মি.গ্রা. এবং পরবর্তী দুইদিন ২৫০ মি.গ্রা. করে জিবাক গ্রহণ করা যেতে পারে। বয়োবৃদ্ধ রোগীদের জন্য জিবাক বয়স্ক মাত্রার সব পরিমাণ নির্দেশিত।
- শিশুদের জন্য মাত্রা : ৬ মাস বা তার বেশি বয়সের শিশুদের জন্য জিবাক প্রতিদিনে ১০ মি.গ্রা. প্রতিকেজি শরীর ওজন হিসেবে এবং পরবর্তী চারদিন ৫ মি.গ্রা. প্রতি কেজি শরীর ওজন হিসেবেও জিবাক দেয়া যেতে পারে।
শরীরের ওজন ও বয়স অনুপাতে জিবাক নিম্নলিখিত মাত্রায় দেয়া যেতে পারে-শরীর ওজন (বয়স) মাত্রা সেবনকাল
- ১৫-২৫ কেজি (৩-৭ বছর) ২০০ মি.গ্রা প্রতিদিন পরপর তিন দিন
- ২৬-৩৫ কেজি (৮-১১ বছর) ৩০০ মি.গ্রা. প্রতিদন পরপর তিনদিন
- ৩৬-৪৫ কেজি (১২-১৪ বছর) ৪০০ মি.গ্রা. প্রতিদিন পরপর তিন দিন
- ৪৫ কেজি এর বেশি শরীর ওজনের ক্ষেত্রে বয়স্ক মাত্রা প্রযোজ্য।
জিম্যাক্স ৫০০/২৫০ এর দাম কত
- জিম্যাক্স 500 প্রতি পিসের দাম ৩৫ টাকা এবং জিম্যাক্স ২৫০ এর দাম ২৫ টাকা।
Tag:জিবেক (Zibac 500) এর কাজ কি,জিবেক খাওয়ার নিয়ম, Zibac 500 এর দাম
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)