জাতীয় শোক দিবসের প্রস্তুতির জন্য ক্লাস স্থগিতের জন্য আবেদন


জাতীয় শোক দিবস অনুষ্ঠানের প্রস্তুতির জন্য ৪র্থ (চতুর্থ) ঘণ্টার পর ক্লাস
স্থগিতের জন্য আবেদন।

১৩ আগস্ট, ২০২২

বরাবর,

প্রধান শিক্ষক,

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা।

বিষয় : জাতীয় শোক দিবস অনুষ্ঠানের প্রস্তুতির জন্য চতুর্থ ঘণ্টার পর
ক্লাস স্থগিতের জন্য আবেদন।

জনাব,

সম্মানপূর্বক নিবেদন এই যে, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই দিনে হত্যা করা হয়। তাঁর বর্ণাঢ্য
জীবনের নানামুখী দিক নিয়ে এই দিনে আলোচিত হবে। জাতীয় শোক দিবসের অনুষ্ঠান উপলক্ষে
প্রত্যেক শ্রেণিকেই কোনোনা কোনো দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের ওপর রয়েছে
মঞ্চসজ্জা ও স্বেচ্ছাসেবকের দায়িত্ব। কাজগুলো সুচারুভাবে সম্পন্ন করতে চতুর্থ ঘণ্টার পর ক্লাসসমূহ স্থগিত প্রয়োজন। অতএব, মহোদয় সমীপে বিনীত অনুরোধ,
চতুর্থ ঘণ্টার পর ক্লাসসমূহ স্থগিত করে আমাদের বাধিত করবেন।

নিবেদক,

জোবায়ের হোসেন

সপ্তম শ্রেণি, রোল নং-০১

Leave a Comment