গ্রন্থাগার স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে দৈনিক পত্রিকায় পত্র

তোমার এলাকায় একটা গ্রন্থাগার স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে কর্তৃপক্ষের
দৃষ্টি আকর্ষণের জন্য দৈনিক পত্রিকায় একটা পত্র লেখো।

বা, মনে করো, তোমার নাম দীপ্ত। তুমি বরিশাল জেলার উজিরপুরে বসবাস করো। তোমার
এলাকায় গ্রন্থাগার স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে কর্তৃপক্ষের দৃষ্টি
আকর্ষণের জন্য দৈনিক পত্রিকায় প্রকাশের উপযোগী একখানা পত্র লেখো।


১লা জুন, ২০২১

বরাবর
সম্পাদক
দৈনিক জনকণ্ঠ
জনকণ্ঠ
ভবন, ২৪/এ, রাশেদ খান মেনন রোড,
ঢাকা

বিষয় : সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবেদন।

জনাব,

আপনার বহুল প্রচারিত বস্তুনিষ্ঠ সংবাদপত্র ‘দৈনিক জনকণ্ঠ’ পত্রিকায় নিম্নলিখিত
পত্রটি প্রকাশ করলে কৃতার্থ হব।

নিবেদক
আবুল কালাম আজাদ
কেরানীগঞ্জ, ঢাকা

 

গ্রন্থাগার স্থাপনের আবেদন

ঢাকা জেলার অন্তর্জত কেরানিগঞ্জ একটা জনবহুল ও বর্ধিষ্ণু এলাকা। এখানে প্রায়
চল্লিশ হাজার লোকের বাস। এখানে একটা বাজার, একটা হাইস্কুল, একটা মাদ্রাসা
রয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এলাকায় কোনো গ্রন্থাগার নেই।
জ্ঞানপিপাসুদের কষ্ট করে অন্যত্র গিয়ে বইপত্র পাঠ করতে হয়। অথচ এলাকায় একটা
গ্রন্থাগার থাকলে সাধারণ মানুষসহ শিক্ষার্থীরা জ্ঞান অর্জনে বিশেষভাবে উৎসাহী
হতো এবং নিজেদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ পেত। এ ব্যাপারে
বিভিন্ন মহল থেকে দু-একবার উদ্যোগ নেওয়া হলেও আজ পর্যন্ত তা বাস্তবরূপ লাভ
করেনি। আলোকিত মানুষ তৈরিতে গ্রন্থাগারের কোনো বিকল্প নেই।

অতএব, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

আবুল কালাম আজাদ
কেরানীগঞ্জ, ঢাকা


পত্রটি আরেকবার সংগ্রহ করে দেওয়া হলো


৪ নভেম্বর, ২০২০

বরাবর

সম্পাদক,

দৈনিক ইত্তেফাক, কারওয়ান বাজার, ঢাকা।

বিষয়: সংযুক্ত পত্রটি চিঠিপত্র কলামে প্রকাশের জন্য আবেদন।

জনাব,

আপনার সম্পাদিত বহুল প্রচারিত ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকার চিঠিপত্র কলামে
‘গ্রন্থাগার চাই’ প্রতিবেদনটি প্রকাশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

নিবেদক

সুলতান মাহমুদ

বেড়া, পাবনা।

গ্রন্থাগার চাই

পাবনা জেলার বেড়া একটি ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামে রয়েছে দুইটি প্রাথমিক
বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়। গ্রামের পাশে একটি মহাবিদ্যালয়ও আছে।
আমাদের গ্রামের শিক্ষিতের হার শতকরা ৭৫ ভাগ। অর্থনৈতিক দিক থেকে গ্রামের মানুষ
অনেক উন্নত। সবচেয়ে দুঃখের বিষয় এই যে আমাদের গ্রামে কোনো গ্রন্থাগার নেই।
গ্রন্থাগারের অভাবে শিক্ষিত মানুষ জ্ঞানের চর্চা করতে পারছেন না। যেখানে-সেখানে
তারা অবসর সময় কাটাচ্ছেন। এমতাবস্থায় আমাদের গ্রামে গ্রন্থাগার একান্ত
প্রয়োজন।

এলাকাবাসীর পক্ষে

সুলতান মাহমুদ

বেড়া, পাবনা।

Leave a Comment