আজ রাতেই সৌদি প্রো লিগে রোনালদোর দল আল নাসের আল তায়ী এত মুখামুখি হবে। সৌদি প্রো লিগে টেভিল পয়েন্টে আল নাসের ৫ নাম্ভার স্থানে রয়েছে। ৭ টি ম্যাচের মধ্যে ৫ টি জয় ও ২ টিতে হেরেছে। অন্য দিকে আল তায়ী টেভিল পয়েন্টে ১২ নাম্ভার স্থানে রয়েছে। ৭ টি ম্যাচের মধ্যে ২ টি জয় ১ টি ড্র ও ৪ টিতে হেরেছে।
আল নাসের বনাম আল তায়ী খেলাটি কবে শুরু হবে?
আল নাসের বনাম আল তায়ী খেলাটি ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ৯ টায় প্রিন্স আব্দুল আজিজ বিন মুসাইদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আল নাসের বনাম আল তায়ী খেলাটি লাইভ কিভাবে দেখবেন?
এই ম্যাচটি ভারতে সনি স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচার করা হবে। এবং আপনি SonyLIV অ্যাপে আআল মাসের বনাম আল তায়ী ম্যাচটি লাইভ স্ট্রিম দেখতে পারেন।
এ ছাড়া আল নাসের বনাম আল তায়ী ম্যাচটি আপনি সরাসরি বাংলাদেশের কোন চ্যানেলে দেখতে পারবেন না। এই খেলাটি আপনি সহজে মোবাইল দিয়ে বা ফেসবুকের মাধ্যমে সরাসরি দেখতে পারবেন, নিচে নিয়ম দেখানো হলো:-
খেলাটি লাইভ চলাকালীন সময়ে Al-Ta’ee vs Al-Nassr live লিখে সার্চ করলেই পেয়ে যাবেন।
অথবা,আপনি চাইলে নিচের এপ্লিকেশন নামিয়ে সহজেই Al-Ta’ee vs Al-Nassr এর লাইভ খেলাটি দেখতে পারবেন।
Live Website.
অথবা এপ্স এর মাধ্যমে লাইভ দেখতে পারবেন
Apps Link:- Click Here To Download
আল নাসের বনাম আল তায়ী লাইনআপ:
আল তায়ে (4-2-3-1): ব্রাগা (GK), আল নাখলি, বাউয়ের, সুলতান, কাসেম —আবদুল্লাহ, আলফা সেমেডো —কর্ডিয়া , মেনসাহ, মিসিডজান, ডুগান্ডজিক।
আল নাসর (4-2-3-1):, আলাকিদি (GK) — আল ঘানাম, আল আমরি, ল্যাপোর্তে, অ্যালেক্স টেলস, . আল খাইবারি,ব্রোজোভিচ, তালিসকা ,ওটাভিও, সাদিও মানে,রোনালদো।
Tag:ক্রিশ্চিয়ান রোনালদোর আজকের খেলা: আল নাসর বনাম আল তায়ী লাইভ,লাইন আপ,কবে কখন কিভাবে দেখবেন, Al-Ta’ee vs Al-Nassr Live
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)