কোরবানির গরু কেনার ১০ টি নিয়ম

 

কোরবানির গরু কেনার ১০ টি নিয়ম

আসছালামু আলাইকুম প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা সবাই কেমন আছেন। আসা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে চলে আসতেছে। আর ঈদুল আযহায় কোরবানি দেওয়া আমাদের যাদের উপর ফরজ আমাদের কোরবানির গরু কেনার নিয়ম জানা দরকার। তাই আজকে আমরা কোরবানির গরু কেনার নিয়ম তোমাদের মাঝে শেয়ার করতেছি আসা করি তোমাদের  উপকারে আসবে। চলুন তাহলে দেখে নেই কোরবানি গরু কেনার সময় কি কি বিষয় লক্ষ রাখতে হবে।

       

কোরবানির গরু কেনার নিয়ম

  1.  বন্ধুরা কোরবানি গরু কেনার সময় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো গরুর বয়স আগে দেখতে হবে।হাদিসে আসছে গরুর বয়স কোরবানির জন্য দুই বছর হতে হবে। তাই বয়স জানতে গরুর দাতঁ দেখে বিচার করে নিন। ২ বছর বয়সী একটি সুস্থ গরুর দু’টি স্থায়ী কর্তন দাঁত থাকে, ৩ বছর বয়সে চারটি, ৪ বছর বয়সে ছয়টি ও ৫ বছর বয়সে পুরো মুখে সর্বমোট আটটি স্থায়ী কর্তন দাঁত থাকে। দাঁতগুলো অক্ষত এবং দেখতে সুন্দর হয়।
  2. কোরবান গরু কেনার সময় অবশ্যই গুরুটি সুস্ত সবল আছে কি না ভালো করে দেখে কিনবেন। কিছু খাবার খাইয়ে দেখে নিতে পারেন।
  3. কিছু গরু আছে যে গুলো দ্বারা কুরবানী করতে রাসুল সাঃ নিষেধ করেছেন। এই গুলো দেখে কিনবেন। 
  4. যে ধরনের পশু দ্বারা কুরবানী নিষেধ জানতে ক্লিক করুন।
  5. গরু বেশি মোটা হলে ভালো করে যাচাই করে কিনবেন কারন বাজারে মোটাতাজা করার জন্য অনেক ঐষদ পাওয়া যায় যা খেলে অপ্ল দিনে গরু মোটা হয়ে যায়। আর মোটা গরু হলে চর্বি বেশি থাকে যা স্বাস্থের পক্ষে ক্ষতিকর। তাই মিডিয়াম সাস্থ দেখে গরু কিনবেন।
  6. শরীরে দাগহীন বা কোথাও ক্ষত যেন না থাকে তা দেখে কিনে উচিত। এছাড়া শিং ভাঙ্গা, লেজ, দাঁত, খুরে কোনো আঘাত আছে কিনা লক্ষ্য করে কিনতে হবে।
  7. গরু কেনার সময় অবশ্যই যে গরু সম্পর্কে ভালো জানে এই রকম কাউকে নিয়ে যাবেন।
  8. পশুর নাকের দিকে লক্ষ করুন। সুস্থ পশুর নাকের উপরটা ভেজা ভেজা থাকে।
  9. গরু কেনার সময় দেশি গরু কেনার চেষ্টা করবেন।
  10. গর্ভবতী গরু কোরবানি দেওয়া হারাম তাই যদি গাভী হয় এটি লক্ষ করে গরুটি কিনবেন।

 টাগঃ কোরবানির গরু কেনার নিয়ম



Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)

 

   

     

       

     

   

 

Leave a Comment