আসসালামুআলাইকুম সবাইকে Educationblog.Com এ স্বাগতম।
আশা করি আল্লাহুর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা আজকে আপনাদের মাঝে Educationblog.Com নিয়ে আসলো কুয়াশা নিয়ে ক্যাপশন, ভোরের কুয়াশা নিয়ে কবিতা, কুয়াশা নিয়ে প্রেমের কবিতা, কুয়াশা ভেজা শীতের সকাল এই সম্পর্কে পোস্টে পাবেন সবকিছু।
কুয়াশা নিয়ে ক্যাপশন












ভোরের কুয়াশা নিয়ে কবিতা
★কুয়াশা ঝরা,,, শীতের সকাল,,,,আমাকে পাঠায় নিমন্ত্রণ,,,,,
সারাটা দিন,,,,,,কনকনে শীত,,,,,,শীতে কাঁপি সর্বক্ষণ,,,!!!!
★ বন্ধ দরজায়,,,,,ঠক্ঠক্ আওয়াজ,,,,,,মনে হয় যেন কে এসেছে,,,!!!
জানি না কখন,,,,,,,গরম চায়ের কাপ,,,,,ঠাণ্ডায় জল হয়ে গেছে,,,,!!!
★ভোরের কুয়াশা,,,,,গ্রাসিছে চৌদিক,,,,,কিছু দেখা নাহি যায়,,,,
★আগুন জ্বালাও,,,,,শীতকে পোড়াও,,,,,,শীতের আর এক নাম ভীরুতা,,,,,
★শিরায় উপশিরায়,,,,,জমে উঠুক আজ,,,,,,তুষার গলানো উত্তাপ,,,,,!!!
★ধূসর সকাল নেমেছে,,,,,রুপালি কুয়াশার অবগুণ্ঠনে,,,,
মুখ ঢেকেছে শূন্য রাস্তা,,,,,,আমি চলেছি একা,,,,,!!!!
★আমার মুখ দিয়ে,,,,চিমনির মতো কুণ্ডলী পাকিয়ে,,,,
বের হচ্ছে কুয়াশার মতো রুপালি ধোঁয়া,,,,,!!!!
কুয়াশা নিয়ে প্রেমের কবিতা
★তুমি শীতের সন্ধ্যায় কুয়াশা হও,,,,,,
আমি হবো শীতের সকাল,,,,,,
তুমি প্রেমের বাতাস হও,,,,,
আমি মত্ত হবো ভালবাসার আকাশে,,,,,!!!!
★চলে এসো আজ সব মায়াজাল ভেঙ্গে,,,,,,,
আমরা ভেসে যাই একাকী আনমনে,,,,,,
আবীর রাঙানো তোমার মুখটা,,,,,,
যেন ফুলের বাগানে রঙের ঘনঘটা,,,,,,!!!!!
★সুদূর নীলাকাশে ওই মেঘরাশি,,,,,,
তোমাকে ভিজিয়ে দিচ্ছে এক পশলা বৃষ্টিতে,,,,,
তুমি বৃষ্টি ভেজা হয়ে,,,,,,
আলতো ছোঁয়ায় স্বস্তির নিঃশ্বাস দিলে,,,,,
পাহাড়ের বুকে ঝর্ণা যদি মাতোয়ারা হয়,,,,!!!!
★তোমাকে জড়িয়ে ধরবো,,,,,,
এক পলকের দেখায়,,,,,,
তুমি সাঁঝবাতি হয়ে জ্বালিয়ে দিলে,,,,,
আমার অন্ধকার মন,,,,,!!!!
★আমি যদি হই খরস্রোতা নদী,,,,,,
তবুও রোজ নিয়মমাফিক জ্বালাবো,,,,
তোমার দেওয়া আলোর বাতি,,,,,
তোমাকে পেয়ে নিজেকে নদী ভরা ঢেউ ভাবি,,,,,
এসেছো জীবনে আমার,,,,,
করো নি কোনদিন কোন দাবী,,,,,!!!!!
কুয়াশা ভেজা শীতের সকাল
















Tag: কুয়াশা নিয়ে ক্যাপশন, ভোরের কুয়াশা নিয়ে কবিতা, কুয়াশা নিয়ে প্রেমের কবিতা, কুয়াশা ভেজা শীতের সকাল
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)