আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম।আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা ও আপনাদের দোয়ায় ভালো আছি। প্রিয় পাঠক আমাদের বাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাসী রয়েছে। এবং প্রতিনিয়ত প্রবাসীদের সংখ্যা বেরেই চলেছে। তাই অনেকে ভাইয়েরা আছেন যারা কাতারে ড্রাইভিং ভিসায় যেতে চাচ্ছেন এবং ড্রাইভিং ভিসা বেতন কত এটা জানতে চাচ্ছেন। তাই আজকে আমরা কাতারের ড্রাইভিং ভিসা নিয়ে আলোচনা করবো। আসা করি যারা কাতারে ড্রাইভিং ভিসায় যেতে চাচ্ছেন তোমাদের জন্য আজকের এই আর্টিকেল উপকারে আসবে।
কাতারে ড্রাইভিং ভিসা কয় প্রকার?
বন্ধুরা প্রথমে জেনে নেই কাতারে আসলে ড্রাইভিং ভিসা কয় ধরনের থাকে। তো বন্ধুরা এখানে বলে রাখি কাতারে মূলত ২ ধরনের ড্রাইভিং ভিসায় কাজ করা যায়।
১ নাম্ভার :- হাউজ ড্রাইভিং
হাউজ ড্রাইভিং মানে হলো ফ্যামিলি ড্রাইভার।
২ নাম্ভার:- ইজারা ড্রাইভিং
ইজারা ড্রাইভিং বলতে যারা ফ্রি ভিসায় কাতারে আসেন,তখন তারা চাইলে ড্রাইভিং লাইসেন্স বের করে গাড়ি চালাতে পারবেন।
কাতার ড্রাইভিং ভিসা বেতন কত
প্রিয় পাঠক এখানে ড্রাইভিং ভিসার বেতন বলতে যদি হাউজ ড্রাইভিং ভিসা হয়ে থাকে তাহলে এটার বেতন আপনার কপিলের সাথে যা ইত্তেফাক করে করবেন সেই বেতন আপনাকে দেওয়া হবে। হাউজ ড্রাইভিং ভিসার বেতন ১২০০ রিয়াল থেকে ১৫০০ রিয়াল পর্যন্ত হয়ে থাকে।
আর যদি ইজারা ড্রাইভিং হয়ে থাকে তাহলে এটা আপনার নিজস্ব তাই এটায় যা ইনকাম করবেন সম্পূর্ণ আপনার ই। আর যদি কারো থেকে ভারা নিয়ে গাড়ি চালান যেটা অন্য বিষয় ভারা দিয়ে যা থাকবে এটাই আপনার। এখানে কোন বেতন সঠিক ভাবে ধরা যাবে না।
Tag:কাতারে ড্রাইভিং ভিসা [বিস্তারিত],কাতার ড্রাইভিং ভিসা বেতন কত
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)