কলেজের অর্ধদিবসের ছুটি মঞ্জুরের অনুরোধ জানিয়ে তোমার অধ্যক্ষের নিকট একটি আবেদন পত্র লেখ

কলেজের অর্ধদিবসের ছুটি মঞ্জুরের অনুরোধ জানিয়ে তোমার অধ্যক্ষের নিকট একটি আবেদন পত্র লেখ

কলেজের অর্ধদিবসের ছুটি মঞ্জুরের অনুরোধ জানিয়ে তোমার অধ্যক্ষের নিকট একটি আবেদন পত্র লেখ ।

০৮ জুন, ২০২৪
বরাবর,
অধ্যক্ষ/অধ্যক্ষা, বঙ্গবন্ধু মহাবিদ্যালয়
কোম্পানিগঞ্জ, নোয়াখালী ।

বিষয় : বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখার জন্য অর্ধদিবসের ছুটির জন্য আবেদন ।

মহোদয়,

আমরা আপনার কলেজের সকল ছাত্রছাত্রী অত্যন্ত বিনয়ের সাথে জানাচ্ছি যে, আজ মিরপুর স্টেডিয়ামে এক আকর্ষণীয় ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্দ্বী দল দুটিতে আমাদের দেশের খ্যাতনামা খেলোয়াড়গণ অংশগ্রহণ করবেন। আমরা নিরপেক্ষ দর্শক হিসেবে উক্ত খেলাটি উপভোগ করতে চাই ।

অতএব, মহোদয় সমীপে বিনীত অনুরোধ এই যে, উক্ত খেলাটি উপভোগের জন্য আমাদেরকে অর্ধদিবসের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

বিনীত নিবেদক
ছাত্রছাত্রীদের পক্ষে-
১। তানভীর
শ্রেণি ক্যাপ্টেন, স্নাতক শ্রেণি ।
২। আলী আহম্মেদ
শ্রেণি ক্যাপ্টেন, স্নাতক শ্রেণি ।

Leave a Comment