আসছালামু আলাইকুম প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা সবাই কেমন আছেন। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা আজকে আমরা তোমাদের ইসলামের পাচ স্তম্ভের একটি স্তম্ভ নামায, আর এই নামায আদায়ের জন্য ওযুর প্রয়োজন হয়,সেই ওযুর ফরজ ও সুন্নত শেয়ার করবো আসা করি তোমাদের উপকারে আসবে।
ওযুর ফরজ কয়টি ও কি কি
উত্তরঃ-ওজুর ফরজ চারটি।
এক. সমস্ত মুখ ধৌত করা অর্থাৎ এক কানের লতি থেকে অন্য কানের পর্যন্ত এবং মাথার চুলের গুড়া থেকে নিয়ে
থুতনির নিচ পর্যন্ত।
দুই. উভয় হাত কনুই পর্যন্ত ধৌত করা।
তিন. মাথার চার ভাগের এক ভাগ মাসেহ করা।
চার.উভয় পা টাখনু পর্যন্ত মাসেহ করা।
ওযুর সুন্নত কয়টি ও কি কি
উত্তর;-ওযুর সুন্নত আঠারোটি।
১.উভয় হাতের কব্জি ধৌত করা।
২. ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া।
৩.মিসওয়াক করা, মিসওয়াক না থাকলে আঙুল দ্বারা মিসওয়াক করা।
৪.তিনবার কুলি করা।
৫.তিনবার নাকে পানি দেওয়া।
৬.কুলি করা এবং নাকে পানি দেওয়ার ক্ষেত্রে অতিশয় যত্ন নেওয়া।
৭.দাড়ি খিলাল করা।
৮.আঙুল খিলাল করা।
৯.প্রতিটি অংগ ধৌতকরার ক্ষেত্রে তিনবার ধৌত করা।
১০.সমস্ত মাথা একবার মাসেহ করা।
১১.কান মাসেহ করা।
১২.প্রতিটি অংগ মন্থন করা।
১৩.লাগাতার ভাবে করা।
১৪.নিয়্যত করা।
১৫ কোরআনে বর্ণিত ধারাবাহিকতা ঠিক রাখা।
১৬. ডান দিক থেকে শুরু করা।
১৭.খিলাল আঙুল এর ডগা থেকে ও মাসেহ মাথার অগ্রভাগ শুরু করা।
১৮.গর্দান মাসেহ করা।
টাগঃওযুর ফরজ ও সুন্নত কয়টি কি কি?ওযুর ফরজ কয়টি ও কি কি,অযুর সুন্নত কয়টি ও কি কি
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)