আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ বন্ধুরা আপনাদের সবাইকে Educationblog24.Com এর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন।
প্রিয় পাঠকবৃন্দ বন্ধুরা আমাদের আজকের এই পোস্ট দ্বারা আপনারা জানতে পারবেন এন্টিহিস্টামিন ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য।
আপনারা অনেকেই অনেক রকম ভাবে ইন্টারনেটের মাধ্যমে খোঁজাখুজি করছেন এন্টিহিস্টামিনের কাজ, খাওয়ার নিয়ম এবং এন্টিহিস্টামিন ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত গুরুত্বপূর্ণ সব তথ্য জানতে চান। তাই শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য আজকে আপনাদের মাঝে এই পোস্টের মাধ্যমে শেয়ার করবো এন্টিহিস্টামিন এর কাজ কি, এন্টিহিস্টামিন খাওয়ার নিয়ম, এন্টিহিস্টামিন ঔষধের নাম ও দাম সম্পর্কে বিস্তারিত গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি আমাদের পোস্টে দেওয়া এই এন্টিহিস্টামিন ট্যাবলেট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে আপনাদের অনেক উপকার হবে।
এন্টিহিস্টামিন এর কাজ কি
হিস্টামিন নিরোধক বা ইংরেজি পরিভাষায় অ্যান্টিহিস্টামিন বলতে এক শ্রেণীর কৃত্রিম উপায়ে সংশ্লেষিত ঔষধকে বোঝায়, যেগুলি দেহে স্বাভাবিকভাবে উৎপন্ন ও নিঃসরিত হিস্টামিন নামক পদার্থের ঔষধীয় প্রভাবের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে কাজ করে।
হিস্টামিনের দ্বারা উদ্দীপ্ত হয়ে দেহে যে চাপ, অতিপ্রতিক্রিয়া (অ্যালার্জি) বা প্রদাহ সৃষ্টি হয়, তা প্রতিরোধ করা যায়। কিছু হিস্টামিন নিরোধক অতিপ্রতিক্রিয়া (অ্যালার্জি) যেমন হে জ্বর বা চর্মের অতিপ্রতিক্রিয়াজনিত সমস্যাদির বিরুদ্ধে গ্রহণ করা হয়।
ঠাণ্ডা-সর্দি বা অ্যালার্জির জন্য ব্যবহার করা হয় অ্যান্টিহিস্টামিন ঔষধ।
এন্টিহিস্টামিন খাওয়ার নিয়ম
খাওয়ার নিয়ম—
প্রাপ্ত বয়স্ক : ৪ মি.গ্রা. দিনে ৩-৪ বার সেব্য (দিনে সর্বোচ্চ ২৪ মি.গ্রা. পর্যন্ত)।
শিশু ১-২ বছর পর্যন্ত : ১ মি.গ্রা. দিনে ২ বার সেব্য।
২-৫ বছর : ১ মি.গ্রা. দিনে ৩-৪ বার সেব্য (দিনে সর্বোচ্চ ৬ মি.গ্রা. পর্যন্ত)।
৬-১২ বছর : ২ মি.গ্রা. দিনে ৩-৪ বার সেব্য (দিনে সর্বোচ্চ ১২ মি.গ্রা. পর্যন্ত)। অথবা চিকিৎসকের পরামর্শে ব্যবহার্য।
খালি পেটে গ্রহণ করলে এর কার্যকারিতা বেশি হয়।
এন্টিহিস্টামিন ঔষধের নাম ও দাম
এন্টিহিস্টাসিন জাতীয় ঔষধের নাম—
সেটিরিজিন, লেভোসেট্রিজিন, লোরাটাডিন, ইবাস্টাইন, ফেক্সোফেনাডিন, ডেসলোরাটাডিন, রুপাটাডিন
বিঃদ্রঃ ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ঔষধ সেবন করবেন না।
Tag: এন্টিহিস্টামিন এর কাজ কি, এন্টিহিস্টামিন খাওয়ার নিয়ম, এন্টিহিস্টামিন ঔষধের নাম ও দাম
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)