একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন ২০২৩ বিজ্ঞপ্তি,নীতিমালা,নিয়ম,ফি,তারিখ | একাদশে/কলেজে ভর্তির আবেদন করার নিয়ম ২০২৩

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন ২০২৩ বিজ্ঞপ্তি,নীতিমালা,নিয়ম,ফি,তারিখ | একাদশে/কলেজে ভর্তির আবেদন করার নিয়ম ২০২৩ | Hsc Admission 2023 All Information

আসছালামু আলাইকুম সম্মানিত এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এই বছর এইচএসসিতে ভর্তি হবে তোমাদের একাদশ শ্রেনীতে ভর্তি নীতিমালা নির্দেশিকা অফিশিয়াল ওয়েবসাইট তে ৭ ডিসেম্বর প্রকাশিত হয়েছে। আজকে আমরা এই পোস্টে  একাদশে ভর্তি সংক্রান্ত সকল বিষয় নিয়ে আলোচনা করবো। আসা করি একাদশে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের উপকারে আসবে।

       

২০২৩ সালের একাদশ শ্রেণির ভর্তি কবে শুরু হবে

অনলাইনে আবেদন শুরুর তারিখ ০৮ ডিসেম্বর ২০২২

একাদশ ভর্তি আবেদন কবে শেষ হবে ২০২৩?

আবেদন এর শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২২

একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

প্রতিষ্ঠান উচ্চমাধ্যমিক কলেজ পর্যায়
ভর্তির শ্রেণি একাদশ শ্রেণি ভর্তি ২০২৩
একাদশ শ্রেণি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ শিক্ষাবর্ষ ২০২২-২০২৩
একাদশ শ্রেণি আবেদন নিয়ম/পদ্ধতি অনলাইন
একাদশ শ্রেণিতে আবেদন করার লিংক
একাদশ শ্রেণি ভর্তির নীতিমালা ২০২৩ ডাউনলোড

একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে কি কি লাগবে?

 একাদশ শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে শিক্ষার্থীদের যা কি কি লাগবে নিচে তুলে ধরা হলোঃ-

  • এসএসসি রোল ও রেজিস্ট্রেশন নাম্বার
  • এসএসসি পাশের বছর 
  • এসএসসি বোর্ড এর নাম
  • একটি মোবাইল নাম্বার
  • ভর্তি আবেদন ফি

একজন শিক্ষার্থী কয়টি কলেজে আবেদন করতে পারবে?

এইচএসসি ভর্তি ২০২৩ তথা কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করার সময় ইন্টারনেটের মাধ্যমে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে (কলেজ মাদ্রাসা) আবেদন করা যাবে। 

একাদশে ভর্তির আবেদন ফি কত?

২০২৩ সালে একাদশে ভর্তি আবেদন ফি ১৫০ টাকা। অনলাইনে একাদশ শ্রেণীতে আবেদন করার পুর্বে শিক্ষার্থীদেরকে ১৫০ টাকা আবেদন ফি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে হবে।

একাদশে ভর্তি কবে শুরু হবে এবং কবে শেষ হবে? 

একাদশ শ্রেনীতে ভর্তি শুরু হবে ২২ জানুয়ারি ২০২৩ থেকে ২৬ জানুয়ারি ২০২৩ পর্যন্ত। 

একাদশ শ্রেণিতে ক্লাস কবে থেকে শুরু হবে? 

একাদশ শ্রেনীতে ক্লাস শুরু হবে ১ ফেব্রুয়ারি ২০২৩ রোজ বুধবার থেকে।


২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ/সমমান শ্রেনীতে ভর্তি নির্দেশিকা

  • গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণায় ও শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল কলেজ/মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ / সমমান শ্রেণিতে ভর্তির জন্য ইন্টারনেটের মাধ্যমে (অনলাইন) আবেদন করা যাবে।
  • ৮ ডিসেম্বর হতে ১৫ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে একাদশ / সমমান শ্রেণিতে ভর্তির জন্য ইন্টারনেটের মাধ্যমে (অনলাইন) আবেদন করা যাবে।
  • ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রমের সময়সূচি, ভর্তি নির্দেশিকা, আবেদনের নিয়মাবলী এবং ফলাফলের জন্য নির্ধারিত ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd এবং স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট থেকেও জানা যাবে।
  •  এই ভর্তি নির্দেশিকার যে কোন ধারা / নিয়মাবলীর সংশোধন, সংযোজন বা বাতিল করার অধিকার শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
  • ইন্টারনেটের মাধ্যমে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে (কলেজ মাদ্রাসা) আবেদনের জন্য ১৫০/- ( সার্ভিস চার্জ ব্যতিত) আবেদন ফি প্রযোজ্য হবে। ইন্টানেটের মাধ্যমে আবেদনের জন্য বিকাশ /নগদ / রকেট/সোনালী ব্যাংক/ উপায়/ ট্যাপ / ওকে ওয়ালেট এর মাধ্যমে ১৫০/- টাকা প্রদান করতে হবে।
  • সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন করা যাবে তবে একই প্রতিষ্ঠানের একাধিক শিফট/ভার্সন/গ্রুপে আবেদন করা যাবে। ইন্টারনেটে (অনলাইন) আবেদনে শিক্ষার্থীর কোন তথ্য অসত্য, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে তার আবেদন চূড়ান্ত ভর্তি বাতিল করার
  • অধিকার শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে। আবেদনকারী শিক্ষার্থী সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী কোনো কোটার জন্য যোগ্য হলে, (অনলাইন) আবেদনের সময় তা যথাযথভাবে উল্লেখ করবে এবং প্রযোজ্য ক্ষেত্রে ভর্তির সময় যথাযথ ডকুমেন্টস দাখিল করবে। কলেজ নির্বাচনের সময় শিক্ষার্থীর (অনলাইন) আবেদনে উল্লেখিত কোটা স্বয়ংক্রিয়ভাবে বিবেচিত হবে। প্রযোজ্য ক্ষেত্রে ভর্তির সময় কোটা সংক্রান্ত যথাযথ ডকুমেন্টস দাখিল করতে ব্যর্থ হলে ভর্তি বাতিল হবে।
  • প্রথমবার আবেদনের সময় শিক্ষার্থীকে নিজের/অভিভাবকের একটি মোবাইল নম্বর দিতে হবে, যেটি শিক্ষার্থীর Contact Number হিসেবে বিবেচিত হবে। Contact Number টি শিক্ষার্থীর জন্য অতীব গুরত্বপূর্ণ কেননা পরবর্তীতে শিক্ষার্থীর সকল যোগাযোগ ও আবেদনের জন্য কিংবা আবেদন সংশোধনের জন্য এই Contact Number টির প্রয়োজন হবে।
  • প্রয়োজনীয় অর্থ পরিশোধ করার সময় শিক্ষার্থী নিজের / অভিভাবকের যে Contact মোবাইল নম্বর প্রদান করেছেন সেটি সাবধানে এন্ট্রি করতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভর্তি সম্পর্কিত সকল তথ্য এই নম্বরে পাঠানো হবে। এই নম্বরের বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হওয়া অত্যাবশ্যক। অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান করতে হবে এবং তাঁর (যাঁর জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান করছেন) সাথে শিক্ষার্থীর সম্পর্ক উল্লেখ করতে হবে। ভর্তির সময় এন্ট্রিকৃত জাতীয় পরিচয়পত্র নম্বর যাচাই করা হতে পারে এবং জাতীয় পরিচয়পত্র নম্বর (অভিভাবকের) এন্ট্রি করা থাকলে ভর্তি প্রক্রিয়া সহজতর হবে।
  • একাধিক শিক্ষার্থীর আবেদনে একই Contact Number ব্যবহার করা যাবে না অর্থাৎ ভিন্ন ভিন্ন শিক্ষার্থীর Contact Number ভিন্ন ভিন্ন হতে হবে। Contact Number টি পরিবর্তন করা যাবেনা, তাই এক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে যাতে এটি ভুল না হয়।
  •  ইন্টারনেটে (অনলাইন) আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠানের শিফট/ভার্সন/গ্রুপ অনুযায়ী তার পছন্দক্রম সরাসরি ইনপুট দিতে পারবে (অর্থাৎ এন্ট্রি করতে পারবে) এবং সেই অনুযায়ী তার পছন্দক্রম বিবেচা হবে।
  • ফলাফল প্রদানের পূর্বে নির্ধারিত সময়ের মধ্যে (৮ ডিসেম্বর হতে ১৫ ডিসেম্বর, ২০২২) ইন্টারনেটের মাধ্যমে সর্বোচ্চ ৫ (পাঁচ) বার কলেজের পছন্দক্রম ও কলেজ পরিবর্তন করা যাবে। প্রথম পর্যায়ের আবেদনের তারিখ ৮ ডিসেম্বর হতে ১৫ ডিসেম্বর, ২০২২। তবে প্রাথমিক নিশ্চায়নের পর আর কোন পরিবর্তন করা যাবে না।
  • ৩ (তিন) টি পর্যায়ে ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণ করা হবে। একজন শিক্ষার্থীকে তার মেধা কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমানুযায়ী একটি মাত্র কলেজের জন্য নির্বাচন করা হবে। নির্বাচিত শিক্ষার্থী নিজেই অন-লাইনে বোর্ডের রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ ৩২৮/- (সার্ভিস চার্জ ব্যতিত) টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করবে এক জন শিক্ষার্থী কলেজ নির্বাচনের পরবর্তী পর্যায় সমূহে (অনুচ্ছেদ ৬.১৫-এ বর্ণিত ভর্তির পূর্ব পর্যন্ত) স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশনের জন্য বিবেচিত হবে। প্রযোজ্য ক্ষেত্রে, মাইগ্রেশন সর্বদাই শিক্ষার্থীর পছন্দক্রমানুসারে উপরের দিকে যাবে।

বিস্তারিত নিচের পিকচার ডাউনলোড করে পড়ে নিনঃ-

একাদশে ভর্তি নির্দেশিকা ২০২৩

একাদশে ভর্তি নির্দেশিকা ২০২৩

একাদশে ভর্তি নির্দেশিকা ২০২৩

একাদশে ভর্তি নির্দেশিকা ২০২৩

একাদশে ভর্তি নির্দেশিকা ২০২৩

একাদশে ভর্তি নির্দেশিকা ২০২৩

Title একাদশে ভর্তি নির্দেশিকা ২০২৩
File Size   2 Mb
Total Page    6

একাদশে ভর্তি নির্দেশিকা ২০২৩ PDF

Click Here To Download 

একাদশ শ্রেনীতে ভর্তি নীতিমালা ২০২২-২০২৩

একাদশে ভর্তি নীতিমালা ২০২৩

একাদশে ভর্তি নীতিমালা ২০২৩

একাদশে ভর্তি নীতিমালা ২০২৩

একাদশে ভর্তি নীতিমালা ২০২৩

একাদশে ভর্তি নীতিমালা ২০২৩

Title একাদশে ভর্তি নীতিমালা ২০২৩
File Size   210 kb
Total Page    5

একাদশে ভর্তি নীতিমালা ২০২৩ PDF

Click Here To Download 

একাদশ শ্রেনীর ভর্তির আবেদন ফি যেভাবে বিকাশে করবেন

একাদশ শ্রেনীর ভর্তির আবেদন ফি যেভাবে বিকাশে করবেন

Cilck Here To Download 

একাদশ শ্রেনীর ভর্তির আবেদন ফি যেভাবে নগদে করবেন

একাদশ শ্রেনীর ভর্তির আবেদন ফি যেভাবে নগদে করবেন

Click Here To Download 

কলেজে ভর্তির আবেদন করার নিয়ম ২০২৩ 

কলেজে ভর্তির আবেদন করার নিয়ম নিচে বিস্তারিত তুলে ধরা হলোঃ-

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করার নিয়ম

১ম ধাপ

অনলাইনে আবেদন শুরুর পূর্বে আবেদনকারীকে অবশ্যই বিকাশ/নগদ /রকেট/সোনালী ব্যাংক/ উপায়/ ট্যাপ/ ওকে ওয়ালেট এর যেকোন একটির মাধ্যমে নেট আবেদন ফি ১৫০ টাকা জমা দিতে হবে।

২য় ধাপ

ভর্তির আবেদন ফি জমা দেওয়ার পর নির্ধারিত ওয়েবসাইট 

তে ডুকে Apply Now বাটনে ক্লিক করতে হবে।

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন ২০২৩ বিজ্ঞপ্তি,নীতিমালা,নিয়ম,ফি,তারিখ | একাদশে/কলেজে ভর্তির আবেদন করার নিয়ম ২০২৩

৩য় ধাপ

Apply Now বাটনে ক্লিক করলে নিচের পিকচার এর মত দেখতে পাবেন।

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন ২০২৩ বিজ্ঞপ্তি,নীতিমালা,নিয়ম,ফি,তারিখ | একাদশে/কলেজে ভর্তির আবেদন করার নিয়ম ২০২৩

এখানে নির্ধারিত ঘরে আবেদনকারীর এসএসসির রোল নাম্ভার,বোর্ড,পাসের বছর ও রেজিষ্ট্রেশন নাম্ভার লিখে নিচের ক্যাপচা পুরন করে Next বাটনে ক্লিক করতে হবে।

৪র্থ ধাপ

যদি আবেদনকারীর দেওয়া তথ্য সঠিক থাকে তাহলে আবেদনকারীর সকল তথ্য দেখতে পারবে।

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন ২০২৩ বিজ্ঞপ্তি,নীতিমালা,নিয়ম,ফি,তারিখ | একাদশে/কলেজে ভর্তির আবেদন করার নিয়ম ২০২৩

প্রদর্শিত তথ্য গুলো মিলিয়ে নিয়ে আবেদনকারীকে তার মোবাইল নাম্ভার, অভিভাবকের (NID নাম্ভার এটি অপশনাল না দিলে ও চলবে) এবং অভিভাবকের সাথে সম্পর্কের তথ্য পূরন করতে হবে। 

নোটঃ এখানে উল্লেখ্য যে এই মোবাইল নাম্ভারটি অবশ্যই আবেদন ফি দেওয়ার সময় যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছিলো সেটি দিতে হবে।

এর পর Next বাটনে ক্লিক করলে আবেদনকারী তার কলেজের পছন্দক্রম দেওয়ার জন্য নিচের পিকচার এর মত window পাবে।

৫ম ধাপ 

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন ২০২৩ বিজ্ঞপ্তি,নীতিমালা,নিয়ম,ফি,তারিখ | একাদশে/কলেজে ভর্তির আবেদন করার নিয়ম ২০২৩

আবেদনকারী তার পছন্দ অনুযায়ী সর্ব নিম্ন ৫ টি ও সর্বোচ্চ ১০ টি কলেজ পছন্দক্রমে দিতে পারবে। 

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন ২০২৩ বিজ্ঞপ্তি,নীতিমালা,নিয়ম,ফি,তারিখ | একাদশে/কলেজে ভর্তির আবেদন করার নিয়ম ২০২৩

একে একে ৫ টি বা ১০ টি কলেজ বাচাই করার পর নিচে Preview Application বাটনে ক্লিক করলে আপনার বাচাই করা কলেজ দেখতে পাবেন।

ষষ্ঠ ধাপ

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন ২০২৩ বিজ্ঞপ্তি,নীতিমালা,নিয়ম,ফি,তারিখ | একাদশে/কলেজে ভর্তির আবেদন করার নিয়ম ২০২৩

সব ঠিকঠাক থাকলে Submit Application এ ক্লিক করলে তারা আপনাকে একটি ম্যাসেজ দিবে।

এবার চাইলে আপনি এটি Print Version এ ক্লিক করে পিন্ট করে নিতে পারেন।

তো বন্ধুরা এই ছিলো আজকের আমাদের একাদশে ভর্তি সংক্রান্ত সকল তথ্য নিয়ে আপডেট আসা করি তোমাদের উপকারে আসবে। 

Tag:একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন ২০২৩ বিজ্ঞপ্তি,নীতিমালা,নিয়ম,ফি,তারিখ, একাদশে/কলেজে ভর্তির আবেদন করার নিয়ম ২০২৩

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)

Leave a Comment