এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র বহুনির্বাচনি (MCQ) উত্তরমালা/সমাধান ২০২১ (সকল বোর্ড)

আসছালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন।আসা করি সবাই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী আজকে আমরা তোমাদের ১৫ ডিসেম্বর ২০২১ অনুষ্ঠিত পৌরনীতি ও সুশাসন ১ম পত্র পত্র বহুনির্বাচনি (MCQ) এর উত্তরমালা শেয়ার করবো। এখানে আমরা সকল বোর্ডের এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র উত্তরমালা ২০২১ শেয়ার করবো। আসা করি তোমাদের উপকারে আসবে। 

নোটঃ পরীক্ষা শেষে বিকালে বা সন্ধ্যা পর সমাধান পেয়ে যাবেন। 

এইচএসসি ঢাকা বোর্ড পৌরনীতি ও সুশাসন ১ম পত্র বহুনির্বাচনি উত্তরমালা ২০২১

এইচএসসি রাজশাহী বোর্ড পৌরনীতি ও সুশাসন ১ম পত্র বহুনির্বাচনি উত্তরমালা ২০২১

এইচএসসি সিলেট বোর্ড পৌরনীতি ও সুশাসন ১ম পত্র বহুনির্বাচনি উত্তরমালা ২০২১

এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র ২০২১

সিলেট বোর্ড 

সেটঃ- ক

১। গ) নগররাষ্ট্র 

২। ক) ২

৩। ক) সংবিধান 

৪। ক) i, ii

৫। খ) রাজনৈতিক

৬। গ) ii, iii

৭। গ) মন্টেস্কু

৮। খ) Law

৯। গ) ii, iii

১০। ঘ) আইন প্রণয়ন সংক্রান্ত কাজ

১১। ঘ) 

১২। গ) জাতীয় সংসদ 

১৩। গ) মন্ত্রিপরিষদ শাসিত সরকার 

১৪। ক) i, ii

১৫। গ) সমান সুযোগ-সুবিধা

১৬। ক) ল্যাটিন

১৭। খ) রাজনৈতিক 

১৮। ক) টি এইচ গ্রীণ

১৯। গ) দেশপ্রেম 

২০। ক) আইনের শাসন

২১। ক) ল্যাটিন

২২। গ) প্রধানমন্ত্রী 

২৩। খ) ক্ষমতার বিকেন্দ্রীকরণ 

২৪। গ) ii, iii

২৫। ক) প্রধানমন্ত্রী 

২৬। ক) ভৌগোলিক ঐক্য 

২৭। গ) সমাজতান্ত্রিক 

২৮। খ) ফৌজদারি 

২৯। ঘ) রাষ্ট্রপতি 

৩০। গ) বাংলাদেশ

এইচএসসি ময়মনসিংহ বোর্ড পৌরনীতি ও সুশাসন ১ম পত্র বহুনির্বাচনি উত্তরমালা ২০২১

এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র ২০২১

ময়মনসিংহ বোর্ড 

সেটঃ- সকল সেটের সাথে মিলিয়ে নিও 

১। ঘ) জাতীয় সংসদ 

২। ক) ভৌগোলিক ঐক্য 

৩। ক) ১৯৮৯

৪। ঘ) i, ii ও iii

৫। গ) প্রশাসনিক আইন

৬। ক) i, ii

৭। গ) শাসন বিভাগ

৮। ঘ) পলিটি

৯। গ) লীকক

১০। ক) i, ii

১১। ক) দেশাত্মবোধ

১২। গ) ii, iii

১৩। ক) i, ii

১৪। খ) ল্যাটিন

১৫। খ) অর্থনৈতিক

১৬। খ) নাগরিক

১৭। ক) সামাজিক 

১৮। ঘ) i, ii ও iii

১৯। ক) শাসন

২০। ক) i, ii

২১। ক) দেশকে ভালোবাসা 

২২। খ) সকলের অংশগ্রহণ নিশ্চিত করা

২৩। ক) জাতি রাষ্ট্র 

২৪। খ) ৩টি

২৫। খ) পৌরনীতি ও সুশাসন 

২৬। ক) এম আর উইলিয়াম 

২৭। খ) বিচার

২৮। ঘ) i, ii ও iii

২৯। ক) Good Governance

৩০। গ) মন্টেস্কু

এইচএসসি বরিশাল বোর্ড পৌরনীতি ও সুশাসন ১ম পত্র বহুনির্বাচনি উত্তরমালা ২০২১

এইচএসসি ২০২১
পৌরনিতি ও সুশাসন

বরিশাল বোর্ড

সব সেটের সাথে মিলিয়ে নিও

১। গ.মন্টেস্কু
২। খ.শাসন বিভাগ আইন বিভাগের কাছে দায়ী
৩। গ.সরকারের স্থায়ী কর্মচারীবৃনন্দ
৪। খ.এক নায়কতন্ত
৫। ঘ. i ,ii ও iii
৬। ঘ.Lag
৭। ঘ.i, ii ও iii
৮। ঘ.আইন
৯। খ.i ও iii
১০। গ. আব্রাহাম লিংকন
১১। গ.জার্মানি
১২। খ.Values
১৩। ক.সামাজিক
১৪।গ.নৈতিকত মূল্যবোধ
১৫।ঘ.রাজনৈতিক সাম্য
১৬। ঘ.২
১৭। ক.আইন বিভাগ
১৮। ক. শাসন বিভাগ
১৯।ক.জাতীত ঐক্য
২০।খ.অভ্যন্তরীণ শাসন পরিচালনা
২১। ঘ.i,ii ও iii
২২।  ঘ.দেশপ্রেম
২৩। ঘ.যুক্তরাজ্য
২৪। খ.গ্রীক
২৫।ঘ.পৌরনিতি ও সুশাসন
২৬। ঘ.সাংবিধানিক আইন
২৭। ক.জন লক
২৮।ক. নিম্ন স্তরের আদালত
২৯। গ.i ও iii
৩০। ক.আইন বিভাগ

এইচএসসি যশোর বোর্ড পৌরনীতি ও সুশাসন ১ম পত্র বহুনির্বাচনি উত্তরমালা ২০২১

এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র ২০২১

যশোর বোর্ড 

সেটঃ- গ

১। গ) ইংরেজি

২। খ) নেতৃত্বের বিকাশ হয়

৩। খ) রাষ্ট্রপতি

৪। ক) i, ii

৫। গ) রাষ্ট্রপতি শাসিত সরকার 

৬। ক) জন্ম

৭। ক) i, ii

৮। ঘ) ল্যাটিন

৯। খ) রাজনৈতিক

১০। ক) i, ii

১১। গ) ভৌগোলিক ঐক্য 

১২। ক) ক্ষমতা স্বতন্ত্রীকরণ

১৪। ক) i, ii

১৫। ঘ) The Spirit of Laws

১৬। ঘ) সুশাসন 

১৭। ঘ) i, ii ও iii

১৮। গ) ii, iii

১৯। ঘ) চাপসৃষ্টিকারী গোষ্ঠীর অস্তিত্ব

২০। গ) জাতীয়

২১। ক) মূল্যবোধ

২২। ক) i, ii

২৩। খ) জার্মানি

২৪। গ) পলিটি

২৫। ক) মুক্ত থাকা

২৬। ক) বিশ্বব্যাংক

২৭। ঘ) i, ii ও iii

২৮। ঘ) নির্বাচক মন্ডলী

২৯। ঘ) বিচার বিভাগ

৩০। গ) ii, iii

এইচএসসি কুমিল্লা বোর্ড পৌরনীতি ও সুশাসন ১ম পত্র  বহুনির্বাচনি উত্তরমালা ২০২১

এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র ২০২১

কুমিল্লা বোর্ড 

সেটঃ- গ

১। গ) অর্থনৈতিক সাম্য

২। খ) ভাষা

৩। খ) জাতীয়তার চেতনা

৪। খ) আধুনিক বৃদ্ধি করা

৫। খ) উচ্চ কক্ষবিশিষ্ট আইনসভার প্রবর্তন

৬। ক) i

৭। গ) বিচার বিভাগ

৮। গ) নাগরিকের অধিকার ও কর্তব্য

৯। গ) আইন বিভাগের প্রণীত আইন

১০। ঘ) Lag

১১। খ) স্বেচ্ছাচার ও ক্ষমতা দখল

১২। খ) একই বংশোদ্ভুত জনসমষ্টি 

১৩। খ) নাগরিকের স্বাধীনতা রক্ষা করে 

১৪। ঘ) এক ও অভিন্ন

১৫। ঘ) i, ii ও iii

১৬। খ) এরিস্টটল 

১৭। ক) ল্যাটিন

১৮। i, ii

১৯। ক) পশ্চিম বাঙ্গালি 

২০। গ) জনগণের প্রতিনিধির নিকট

২১। খ) পরিবার

২২। খ) আইনের শাসন প্রতিষ্ঠা

২৩। ক) i, ii

২৪। খ) শাসন বিভাগ

২৫। খ) ফার্সি

২৬। গ) অভাব হতে মুক্ত 

২৭। খ) রাজনৈতিক সংগঠন 

২৮। ঘ) প্রশাসনিক ঘোষণা 

২৯। ক) i, ii

৩০। গ) নিকোলো ম্যাকিয়াভেলী

এইচএসসি চট্টগ্রাম বোর্ড পৌরনীতি ও সুশাসন ১ম পত্র বহুনির্বাচনি উত্তরমালা ২০২১

এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র ২০২১

চট্টগ্রাম বোর্ড 

সেটঃ- যার যার সেটের সাথে মিলিয়ে নিও 

১। ক) ল্যাটিন

২। ঘ) আইনের শাসন প্রতিষ্ঠা

৩। খ) দেশপ্রেম 

৪। ক) সংসদীয়

৫। ক) i, ii

৬। খ) ৬

৭। ঘ) রাজনৈতিক 

৮। খ) জন লক

৯। গ) টিউটনিক

১০। খ)

১১। ঘ) যুক্তরাষ্ট্র

১২। খ) i, iii

১৩। ক) স্বেচ্ছাচারিতা

১৪। খ) অধ্যাপক গেটেল

১৫। গ) মন্টেস্কু

১৬। খ) মানসিক ধারণা ও অনুভূতি 

১৭। ক) ২

১৮। ক) সরকারি চাকুরী লাভ

১৯। ঘ) বিচার

২০। খ) i, iii

২১। 

২২। খ) ৩

২৩। খ)

২৪। খ) ৩

২৫। ঘ) গণতন্ত্র 

২৬। খ) i, iii

২৭। গ) মার্কিন যুক্তরাষ্ট্র

২৮। গ) প্রধানমন্ত্রী 

২৯। গ) মূল্যবোধ

৩০। খ) Nationality

এইচএসসি দিনাজপুর বোর্ড পৌরনীতি ও সুশাসন ১ম পত্র বহুনির্বাচনি উত্তরমালা ২০২১

এইচএসসি ২০২১
পৌরনিতি ও সুশাসন

দিনাজপুর বোর্ড

অন্যান্য সেটের সাথে মিলিয়ে নিও

সেটঃ খ

১। ঘ. অর্থনৈতিক
২। ক. যুক্তরাষ্ট্রীয়
৩। ঘ)  i,ii ও iii
৪। ক. জবাবদিহিতা
৫। ঘ. এক নায়কতন্ত্র
৬। ঘ. আব্রাহাম লিংকন
৭। গ.৬
৮। খ. গনতান্ত্রিক
৯। ঘ)  i,ii ও iii
১০। খ. জাতীয়তা
১১। খ.জাতীয়তার চেতনা
১২। ক. ল্যাটিন
১৩। ক.বংশগত ঐক্য
১৪। ক.প্রত্যক্ষভাবে
১৫।  খ.গনতন্ত্র
১৬। খ. আইন পরিষদ
১৭। খ. পৌরনিতি ও নাগরিকতা
১৮। ক.আইনের মাধ্যম
১৯।  খ.বিচার বিভাগের স্বাধীনতা
২০। গ.ii ও iii
২১। ক. দেশপ্রেম
২২। ক. i ও ii
২৩।ক. সাম্য
২৪। ঘ. Good Governance
২৫। গ. বিচার বিভাগ
২৬।খ.গ্রীক
২৭।ক. ই,এম,হোয়াইট
২৮। ক.রাষ্ট্রপতি শাসিত
২৯। ঘ. i, ii, ও iii
৩০। ক.মূল্যবোধ 


Tag:এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র বহুনির্বাচনি (MCQ) উত্তরমালা/সমাধান ২০২১ (সকল বোর্ড), এসএসসি ২০২১ পৌরনীতি ও সুশাসন
 ১ম পত্র পত্র MCQ উত্তরমালা,  HSC Civics 1st paper MCQ Solution 2021

Leave a Comment