চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২৬ জুন শুরু হয়ে ১০ আগস্ট পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষা ১১ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময়সূচি ও নিয়মাবলি:
✅ পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে।
✅ প্রথমে বহুনির্বাচনী (MCQ), পরে সৃজনশীল (CQ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
📌 তত্ত্বীয় পরীক্ষার সময় বিভাজন:
- ৩০ নম্বরের বহুনির্বাচনী (MCQ) → ৩০ মিনিট
- ৭০ নম্বরের সৃজনশীল (CQ) → ২ ঘণ্টা ৩০ মিনিট
📌 ব্যবহারিক বিষয়সমূহের ক্ষেত্রে:
- ২৫ নম্বরের বহুনির্বাচনী (MCQ) → ২৫ মিনিট
- ৫০ নম্বরের সৃজনশীল (CQ) → ২ ঘণ্টা ৩৫ মিনিট
📌 পরীক্ষার সময়সূচি (বিরতিহীন):
পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশাবলি:
✔ প্রবেশপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে।
✔ ওএমআর ফরমে যথাযথভাবে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড লিখে বৃত্ত ভরাট করতে হবে।
✔ উত্তরপত্রে কোনো অতিরিক্ত লেখা বা ভাঁজ দেওয়া যাবে না।
✔ তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় আলাদাভাবে পাস করতে হবে।
✔ শুধুমাত্র রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লিখিত বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।
✔ কোনো পরীক্ষার্থী নিজ কলেজ-প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে পারবে না, স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করা হবে।
✔ সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে প্রোগ্রামিং ক্যালকুলেটর নিষিদ্ধ।
পরীক্ষার্থীদের নিয়ম মেনে যথাসময়ে পরীক্ষার হলে উপস্থিত থাকার অনুরোধ করা হলো। সবার জন্য শুভকামনা!
এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৫
এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৫ pdf
Tag:এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৫ মানবিক,বিজ্ঞান,ব্যবসা বিভাগ, এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৫ pdf-HSC Routine
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)