এইচএসসি ইসলাম শিক্ষা ২য় পত্র সাজেশন ২০২২ (১০০% কমন সকল বোর্ড) | এইচএসসি /Hsc ইসলাম শিক্ষা সাজেশন

 

এইচএসসি ইসলাম শিক্ষা ২য় পত্র সাজেশন ২০২২ (১০০% কমন সকল বোর্ড) | এইচএসসি /Hsc ইসলাম শিক্ষা সাজেশন  | Hsc islam Shikkha Paper Suggestion 2022

       

এইচএসসি ইসলাম শিক্ষা ২য় পত্র সাজেশন ২০২২

ইসলাম শিক্ষা-দ্বিতীয় পত্র এর যে অধ্যায়গুলো পরীক্ষায় আছে দেখে নাও

অধ্যায়: ১ আল-কুরআন

 অধ্যায়: ২ আল হাদিস

অধ্যায়: ৩ আল ইজমা

অধ্যায়: ৫ ফিকহশাস্ত্ৰ

অধ্যায়: ৬ মৌলিক ইবাদত

এখানে অধ্যায় আছে-৫টি সৃজনশীল প্রশ্ন আসবে-১১টি উত্তর দিতে হবে মাত্র ৪টি

এখান থেকে যেকোনো ১/২টি অধ্যায় বাদ দিলেও সহজেই ৪টি প্রশ্ন কমন পড়বে।তাই যার কাছে যে অধ্যায়গুলো কঠিন লাগে,সেখান থেকে কমপক্ষে ১/২টি অধ্যায় বাদ দিতে পারবে।

‘ক’ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন

জ্ঞানমূলক প্রশ্ন

১ম অধ্যায়: আল-কুরআন

১। আল-কুরআন কী?

উত্তর: আল-কুরআন সর্বশেষ আসমানি কিতাব, যা হযরত মুহাম্মদ (স)-এর ওপর অবতীর্ণ হয়।

২। পবিত্র কুরআনে কয়টি আয়াত রয়েছে?

উত্তর: পবিত্র কুরআনে ৬২৩৬টি মতান্তরে ৬৬৬৬টি আয়াত রয়েছে।

৩। আন-নুর শব্দের অর্থ কী?

উত্তর: আন-নুর শব্দের অর্থ জ্যোতি বা আলো।

৪। বনি-ইসরাইল কারা?

উত্তর: হযরত ইয়াকুব (আ) এর বংশধরদের বনি-ইসরাইল বলা হয়।

৫। ইসরাইল শব্দের অর্থ কী?

উত্তর: ইসরাইল শব্দের অর্থ আব্দুল্লাহ বা আল্লাহর বান্দা।

৬। শানে নুজুল কী?

উত্তর: আল-কুরআনের সুরা বা আয়াত নাজিলের কারণকে শানে নুজুল বলা হয় ৷

৭। মাদানি সুরা

উত্তর: রাসুল (স) এর মক্কা থেকে মদিনায় হিজরতের পর যেসব সুরা নাজিল হয়েছে তাই মাদানি সুরা।

৮। মুত্তাকি এর সংজ্ঞা দাও ।

উত্তর: যারা আল্লাহকে ভয় করে সব ধরনের অন্যায় ও খারাপ কাজ থেকে বিরত থাকে তারাই মুত্তাকি।

৯ । আসমানি কিতাব কী?

উত্তর: মানবজাতির হেদায়েতের জন্য দিকনির্দেশনাস্বরূপ মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাবই আসমানি কিতাব।

২য় অধ্যায়: আল-হাদিস

১। হাদিস শব্দের অর্থ কী?

উত্তর: হাদিস শব্দের অর্থ কথা, . বাণী বা ঘটনা।

২। হাদিস কী?

উত্তর: রাসুল (স)-এর কথা, কাজ ও মৌনসম্মতিকে হাদিস বলে।

৩। রাবি শব্দের অর্থ কী?

উত্তর: রাবি অর্থ বর্ণনাকারী।

৪। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবির নাম কী ?

উত্তর: সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবির নাম হযরত আবু হুরায়রা (রা)।

৫। আল-কুরআনে সুন্নতকে কী বলা হয়েছে?

উত্তর: আল-কুরআনে সুন্নতকে সর্বোত্তম আদর্শ বলা হয়েছে।

৬। শরিয়তের দ্বিতীয় উৎস কী? 

উত্তর: শরিয়তের দ্বিতীয় উৎস হলো হাদিস।

৭। ‘সিহাহ সিত্তাহ’ কী?

উত্তর: সিহাহ সিত্তাহ বলতে ইসলামের ছয়টি বিশুদ্ধ হাদিসগ্রন্থকে বোঝায়। এগুলো হলো-বুখারি, মুসলিম, তিরমিযি, নাসাঈ, আবু দাউদ ও ইবনে মাজাহ ।

৮। ইমাম মুসলিম (রহ) কত হিজরিতে জন্মগ্রহণ করেন?

উত্তর: ইমাম মুসলিম (রহ) ২০৪ হিজরিতে জন্মগ্রহণ করেন।

৯। আল-হাসাদ শব্দের অর্থ কী?

 উত্তর: আল-হাসাদ শব্দের অর্থ হিংসা।

৩য় অধ্যায়: আল-ইজমা

১। ইজমা শব্দের অর্থ কী?

উত্তর: ইজমা শব্দের অর্থ ঐক্যবদ্ধ হওয়া, ঐকমত্য পোষণ করা বা একমত হওয়া।

২। ইজমা কী?

উত্তর: প্রখ্যাত আলিম ও গবেষকগণের সুনির্দিষ্ট নীতিমালার আলোকে পর্যালোচনার পর শরিয়তের কোনো সিদ্ধান্তের ব্যাপারে ঐকমত্য পোষণ করা ইজমা ।

৩। আযিমত কী?

উত্তর: আযিমত হলো সব মুজতাহিদের কোনো বক্তব্যমূলক বিষয়ে এমন শব্দ ব্যবহার করা, যাতে তাদের সবার একমত হওয়ার বিষয়টি প্রমাণিত হয় । 

৪। ইজতিহাদ শব্দের অর্থ কী?

উত্তর: ইজতিহাদ শব্দের অর্থ-গবেষণা।

৫। ইজমার রুকন কী?

উত্তর: যার দ্বারা ইজমা অস্তিত্ব লাভ করে, তা-ই ইজমা রুকন ।

৬। ইজমার রুকন কয়টি?

উত্তর: ২টি।

৫ম অধ্যায়: ফিকহশাস্ত্র

১। ফিক্হ শব্দের অর্থ কী?

উত্তর: ফিক্হ শব্দের অর্থ অবগত হওয়া, অনুধাবন করা, জ্ঞাত হওয়া, জানা ।

২। ফিক্হ বলতে কী বোঝায়?

উত্তর: ফিক্হ বলতে বিশুদ্ধ দলিল-প্রমাণাদি সহকারে মানুষের কর্মসংক্রান্ত শরিয়তের হুকুম- আহকাম সম্পর্কিত গভীর জ্ঞানকে বোঝায় ।

৩। ফিকহশাস্ত্রের মূল লক্ষ্য কী?

উত্তর: ফিকহশাস্ত্রের মূল লক্ষ্য হলো-মানুষকে আল্লাহর নির্ধারিত হুকুম পালনের সঠিক পদ্ধতি নির্দেশ করা ।

৪। ফিকহশাস্ত্রের জনক কে?

উত্তর: হযরত ইমাম আবু হানিফা (র)।

৫। মাযহাব শব্দের অর্থ কী?

 উত্তর: মাযহাব শব্দের অর্থ-চলার পথ, ধর্মমত বা বিশ্বাস।

৬ । মাযহাব কী?

উত্তর: মুজতাহিদদের উদ্ভাবিত মূলনীতির আলোকে বের হওয়া মাসয়ালার নাম মাযহাব

৭। ইমাম শাফেয়ি (র) কখন জন্মগ্রহণ করেন?

উত্তর: ১৫০ হিজরিতে।

৮। ‘আশারিয়া’ কোন মাযহাবের অন্তর্ভুক্ত?

উত্তর: দার্শনিক মাযহাবের অন্তর্ভুক্ত।

৯ । ইমাম আবু হানিফা (র)-এর প্রকৃত নাম কী?

উত্তর: নুমান বিন সাবিত।

১০। ইমাম আবু হানিফা (র) কীভাবে শহিদ হয়েছিলেন? 

উত্তর: বন্দি অবস্থায় বিষ প্রয়োগে ।

৬ষ্ঠ অধ্যায়: মৌলিক ইবাদত

১। ইবাদত কী?

উত্তর: আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ ও তার রাসুল (স)-এর নির্দেশিত পথে যেকোনো কাজই ইবাদত।

২। মৌলিক ইবাদত কী?

 উত্তর: যে ইবাদতের ওপর ইসলামের মূল কাঠামো দাঁড়িয়ে থাকবে তাই মৌলিক ইবাদত।

৩। ইবাদতের মূল লক্ষ্য কী?

উত্তর: ইবাদতের মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন।

৪। সালাত শব্দের অর্থ কী?

উত্তর: সালাত শব্দের অর্থ দোয়া, ইসতেগফার, রহমত ও তাসবিহ।

৫। কিয়ামতের দিন সর্বপ্রথম কীসের হিসাব নেওয়া হবে?

উত্তর: সালাতের হিসাব নেওয়া হবে।

৬। কোন ইবাদতের মাধ্যমে মানুষের সম্পদ পবিত্র হয়?

উত্তর: জাকাতের মাধ্যমে।

৭। জাকাত কার ওপর ফরজ?

উত্তর: প্রত্যেক নিসাবধারী প্রাপ্তবয়স্ক ও স্বাধীন মুসলিম ব্যক্তির ওপর জাকাত ফরজ ।

৮। জাকাতের নিসাব কী?

উত্তর: জাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণকে জাকাতের নিসাব বলে ।

৯। সাওম অর্থ কী?

উত্তর: সাওম অর্থ বিরত থাকা ।

১০। হজ কী?

উত্তর: আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত নিয়মে পবিত্র কাবাঘর প্রদক্ষিণ করাকে হজ বলে। 

খ’ নম্বরের জন্য 

অনুধাবনমূলক প্রশ্ন

১ম অধ্যায়: আল-কুরআন

১। ‘আল-কুরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান’-বুঝিয়ে লেখো।

২। আল-কুরআনকে ফুরকান বলা হয় কেন? ব্যাখ্যা করো।

 ৩। ’মান্না ও সালওয়া বলতে কী বোঝায়?

৪। আল-কুরআনকে জ্ঞানের মূল উৎস বলা হয় কেন?

৫। ‘কুরআন গবেষণা ও আবিষ্কারের প্রেরণা – ব্যাখ্যা করো ।

৬। মুনাফিক বলতে কাদেরকে বোঝায়?

২য় অধ্যায়: আল-হাদিস

১। সাদকায়ে জারিয়াহ’ বলতে কী বোঝায়?

২। জাকাত গরিরদের অধিকার-ব্যাখ্যা করো ।

৩। ‘জালিম ও মজলুম’ বলতে কী বুঝ ?

৪। الْحَيَاءُ شُعْبَةٌ مِّنَ الْإِيْمَانِ . — হাদিসাংশের ব্যাখ্যা দাও । 

৫। আল মারউ আলা দিনি খালিল – হাদিসাংশের ব্যাখ্যা দাও ।

৬। الْحَيَاءُ شُعْبَةٌ مِّنَ الْإِيْمَانِ . -ব্যাখ্যা করো।

৭। মহানবি (স)-কে সবচেয়ে বেশি ভালবাসতে হবে কেন? ৮। মুমিনদের জন্য কথা ও কাজে মিল থাকা জরুরি কেন?

৩য় অধ্যায়: আল-ইজমা

১। ইজমার আদর্শ কীভাবে প্রতিষ্ঠিত হয়?

২। ‘আহলুল ইজমা’ বলতে কী বোঝায়?

৩। কুরআন-সুন্নাহ পরিপন্থি ইজমা গ্রহণযোগ্য নয়”-ব্যাখ্যা করো।

৪। রুখাসাতকে ইজমায়ে সুকুতি বলে আখ্যায়িত করা যায় কি? বুঝিয়ে লেখো ।

৫। ইজমার উৎপত্তি কীভাবে হয়েছে?

৬। রাসুল (স)-এর উম্মতকে ইজমা করার অধিকার দেওয়া হয়েছে কেন?

৫ম অধ্যায়: ফিকহশাস্ত্র

১। শয়তানের নিকট হাজার আবিদের চেয়েও একজন ফকিহ বেশি শক্তিশালী -ব্যাখ্যা করো । 

২। ‘মুজতাহিদ ভুল করলেও প্রতিদান প্রাপ্ত হবেন’-ব্যাখ্যা করো ।

৩। ফিকহশাস্ত্রের প্রয়োজন কেন?

৪। স্বতন্ত্র শাস্ত্র হিসেবে ফিকহশাস্ত্র কখন উৎপত্তি লাভ করে?

৬ষ্ঠ অধ্যায়: মৌলিক ইবাদত 

১। মৌলিক ইবাদত বলতে কী বোঝায়?

২। ‘সালাত মুমিনের জন্য মিরাজ স্বরূপ -হাদিসাংশটুকু ব্যাখ্যা করো।

৩। জাকাত সম্পদের প্রবৃদ্ধি ঘটায়-বুঝিয়ে লেখ । 

৪। ‘জাকাত কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক”-ব্যাখ্যা করো

৫। ইকামাতুস সালাত’ বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।

Tag:এইচএসসি ইসলাম শিক্ষা ২য় পত্র সাজেশন ২০২২ (১০০% কমন সকল বোর্ড) | এইচএসসি /Hsc ইসলাম শিক্ষা সাজেশন  | Hsc islam Shikkha Paper Suggestion 2022

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)

Leave a Comment