ঈদ মোবারক ফেসবুক স্ট্যাটাস ২০২৪| ঈদুল আজহা/আযহা নিয়ে উক্তি,কিছু কথা

 ঈদ মোবারক ফেসবুক স্ট্যাটাস ২০২২ | ঈদুল আজহা/আযহা নিয়ে উক্তি,কিছু কথা | ঈদুল আযহার/আজহার ফেসবুক স্ট্যাটাস

আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ বন্ধুরা। আপনাদের সবাইকে Educationblog24.Com এর পক্ষ থেকে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। 

প্রিয় পাঠকবৃন্দ আজকের আপনারা আমাদের পোস্ট দ্বারা জানতে ও দেখতে পারবেন ঈদুল আযহা ফেসবুক স্ট্যাটাস/উক্তি সম্পর্কে বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি আমাদের পোস্টে দেওয়া গুরুত্বপূর্ণ এই ঈদুল আযহার স্ট্যাটাস ও ছবি/পিকচার গুলো পেয়ে আপনাদের অনেক উপকার হবে। 

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি আর ঈদে আপনারা অনেকেই আছেন যারা নিজের মনের ভাব,আনন্দ অন্যের কাছে শেয়ার করতে চান। তাই ঈদ উপলক্ষে ঈদের বিভিন্ন স্ট্যাটাস/উক্তি সম্পর্কে পেতে চান। তাই শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য আমরা আজকে এই পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে নিয়ে আসলাম ঈদ মোবারক ফেসবুক স্ট্যাটাস ২০২৪, ঈদুল আজহা/আযহা নিয়ে উক্তি,কিছু কথা, ঈদুল আযহার/আজহার ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে বিস্তারিত গুরুত্বপূর্ণ স্ট্যাটাস ও উক্তি গুলো। যেগুলো পেয়ে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। 

ঈদ মোবারক ফেসবুক স্ট্যাটাস ২০২৪

★“ঈদ এলো বৃষ্টি এলো খুশির দাঁর মুক্ত হলো, ঈদের এখন নতুন রূপ,বৃষ্টি হল অপরূপ। তুমি আমার আপনজন তাই তোমায় ঈদের নিমন্ত্রণ” “ঈদ মুবারক”

★ঈদ মানে আকাশে নতুন চাঁদ, ঈদ মানে নতুন কিছু পাওয়ার সাদ, ঈদ মানে মেহেদী রাঙ্গা হাত, ঈদ মানে আমার বাড়িতে তোমার দাওয়াত…. “ঈদ মুবারক”

★তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি। তুমি পাহাড়ের গায়ের ঝরনার পানি। তুমি বর্ষার এক পরশ বৃষ্টি। তুমি মধ্য রাতের পূর্ণিমার চাঁদ।তোমাকে জানাই…..ঈদ মুবারক..!

★শুভ রজনী, শুভ দিন, রাত পেরোলেই ঈদের দিন । উপভোগ করবে সারাদিন, ঈদ পাবে না প্রতিদিন । দাওয়াত রইলো ঈদের দিন । “ঈদ মোবারাক“

★সারা দেশে চলছে ঈদের উত্সব । ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি । ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি । ঈদ মোবারাক ।

★নতুন পোশাক পরে নিও, বেশি করে ঈদের সেলামী নিও । সেমাই খেও পেট ভরে ঘুরাফেরা করো মন ভরে । ঈদ মোবারাক বলো প্রান খুলে ।

★আনন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে । বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে । “ঈদ মোবারাক“

★রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটাবো সৃষ্টিতে । খুশির হাওয়া লাগলো মনে, নাচবে খুকি ক্ষণে ক্ষণে । সাজবে সবায় নতুন পোশাক, ঈদ যেন সারা জীবন রয়ে যাক । ঈদ মোবারাক*******

★পড়েছে আজ চাঁদের নজর,তাইতো পেলাম ঈদের খবর।হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,সবাই পেলো ঈদের বাতাস।সবাইকে ঈদের শুভেচ্ছা।_____ঈদ মোবারাক____

★ঈদ আনে বস্তা ভর্তি খুশি, তাই তুমি খেয়ো পেট পুরে পোলাও আর খাশি। তাই বলে ঈদ কখনো হবে না বাসি, ঈদ মোবারাক।

ঈদুল আজহা/আযহা নিয়ে উক্তি,কিছু কথা  

★শপ্ন গুলো সত্যি হোক, 

 সকল আশা পুরনো হোক। 

 দু:খ দুরে যাক, 

 সুখে জীবন ভরে যাক। 

 জীবনটা হোক ধন্য, 

 ঈদ মোবারাক তোমার জন্য। 

 ঈদ মোবারাক!!

★আজ দু:খ ভুলার দিন, 

 আজ মন হবে যে রঙ্গিন। 

 আজ প্রান খুলে শুধু গান হবে, 

 আজ সুখ হবে সিমাহীন। 

 তার একটাই কারন, 

 আজ যে ঈদের দিন। 

 ঈদ মোবারাক !

★ঈদের দাওয়াত তোমার তরে, 

 আসবে তুমি আমার ঘরে। 

 কবুল করো আমার দাওয়াত, 

 না করলে পাবো আঘাত। 

 তখন কিন্তু দেবো আড়ি, 

 যাবো না আর তোমার বাড়ি। 

 ঈদ মোবারাক সবাই কে ।

 “ঈদের অভিনন্দন”

★ঈদ মানে হাসি, ঈদ মানে আশা। 

ঈদ মানে তোমার প্রতি আমার ভালোবাসা। 

ঈদ মানে দুর আকাশে মিষ্টি চাঁদের হাসি। 

ঈদ মানে সুখ সাগরে সবাই মিলে ভাসি। 

*****ঈদ মোবারক*******

★রংধনু আসে রঙের টানে, 

সুবাস আসে ফুলের টানে,

বন্ধু আসে বন্ধুত্বের টানে, 

মন কেটে যায় মনের টানে,

ঈদ আসে খুশির টানে, 

*****ঈদ মুবারক*****

★আকাশ এ ঊঠেছে নতুন চাঁদ 

দিলাম তোমায় ঈদ এর দাওয়াত” 

দাওয়াত দিলাম আসবে বলে, 

না আসলে আনব ধরে”  

তাতেও যদি না আসতে চাও , 

সময় দিয়ে ::ঈদ_মুবারক:: জানাও. . .

★ঈদ আসতে 1 দিন বাকি…..! 

 এতো খুশি কোথায় রাখি……! 

 বলাটা অনেক ইজি! ঈদের কাজে সবাই বিজি…! 

 একটি বছর ঘুরে আসবে সেই দিন….! 

 ঈদের খুশি বিলিয়ে দেওয়ার প্রস্তুতি নিন….! 

 অনেকেই বিজি ঈদের কাজে….! 

 আনান্দ টা সবার মাঝে…….!

ঈদুল আযহার/আজহার ফেসবুক স্ট্যাটাস

★নতুন চাঁদের আগমনে, সাড়া জাগলো এ মনে, ঈদ এলো পবিত্র দিনে, দুঃখ বেদনা ভুলে গিয়ে, এনজয় করো ইদের দিনে , দাওয়াত দিলাম তোমার তরে, পারলে এসো আমার ঘরে, ঈদ মোবারাক

★ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে, অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে, সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে, শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে

★সোনালি সকাল, রোদেলা দুপুর, পরন্ত বিকেল, গুধোলী সন্ধা, চাদণি রাত। সব রঙ্গে রাঙ্গিয়ে থাক আপনার সারাটি বছর, সারাটি জীবন।এই কামনায় ঈদ মোবারাক

★কিছু কথা অব্যাক্ত রয়ে যায়, কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়, কিছু স্মৃতি নিরবে কেদে যায়, শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয়  ঈদ মোবারক 

★তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে, দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে। অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ, এই কামনায় ঈদ মোবারাক।

★হ্যালো প্রিয় এন্ড প্রিয়তম, আর মাত্র কয়েক দিন | আসছে সবার খুশির দিন ! নতুন জামা কিনে নিন, সময় নেই বেশি দিন| দাওয়াত রইল অগ্রিম, আসবেন কিন্তু ঈদের দিন, অপেক্ষায় থাকবো সারাদিন..”

★ঈদের হাওয়া লাগুক প্রানে, মন ভরে যাক নতুন গানে , ঘুম ঘুম চোখে স্বপ্নিল চাওয়া, ঈদে হোক সবকিছু পাওয়া । ****ঈদ মোবারাক****

★মেঘলা আকাশ মেঘলা দিন, ঈদের বাকি কিছু দিন, কাপড় চোপড় কিনে নিন, গরিব দুঃখীর খবর নিন, দাওয়াত রইল ঈদের দিন । “ঈদ মোবারাক“

★নতুন সকাল নতুন দিন। শুভ হোক ঈদের দিন। নতুন রাত বাকা । রঙ্গীন হোক ঈদের রাত।………. ঈদ মোবারক …….

Tag: ঈদ মোবারক ফেসবুক স্ট্যাটাস ২০২৪, ঈদুল আজহা/আযহা নিয়ে উক্তি,কিছু কথা, ঈদুল আযহার/আজহার ফেসবুক স্ট্যাটাস

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)

Leave a Comment