আসিতেছে শুভদিন… তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান

আসিতেছে শুভদিন...  তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান | সারমর্ম

আসিতেছে শুভদিন,

 দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ! 

 হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, 

 পাহাড়-কাটা সেই পথের দু-পাশে পড়িয়া যাদের হাড়, 

 তোমারে সেবিতে হইলো যাহারা মজুর, মুটে ও কুলি,

 তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি,

 তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদের গান, 

 তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান!

 

সারমর্ম: পৃথিবীর যত উন্নতি সবই শ্রমজীবী মানুষের দান। তাদের নিরলস সেবা ও শ্রমের কল্যাণেই আমরা সুখী জীবনযাপন করি। অথচ তাদের এই শ্রমের মূল্য আমরা দিই না, তাদের দুঃখ-বেদনা অনুভব করতে চাই না। শ্রমজীবী এই মানুষেরাই সভ্যতার অগ্রযাত্রার মূল কারিগর। তারাই প্রকৃত শ্রদ্ধার পাত্র। তাদের যথাযথ মর্যাদা প্রদান করা আমাদের কর্তব্য।

Leave a Comment