আর্জেন্টিনা বনাম পোলেন্ড ২০২২ লাইভ,রেকর্ড ও পরিসংখ্যান

আর্জেন্টিনা বনাম পোলেন্ড ২০২২ লাইভ,রেকর্ড ও পরিসংখ্যান | argentina vs poland head to-head record

 গ্রুপ সি এর লড়াইয়ে আর্জেন্টিনা বনাম পোলেন্ড মুখামুখি হচ্ছে ১ ডিসেম্বর রাত বাংলাদেশ টাইম রাত ১ টায়। সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচ আর্জেন্টিনা জয় পান নি। কিন্তু ২য় ম্যাচ মেক্সিকোর সাথে দুর্দান্ত জয় পেয়েছে। আর্জেন্টিনাকে নক আউট পর্বে ১৬ তালিকায় জেতে হলো অবশ্যই পোলেন্ডকে হারাতে হবে। এদিকে পোলেন্ড মেক্সিকোর সাথে একটি ম্যাচ ড্র এবং সৌদি আরবের সাথে জয় পেয়ে গ্রুপ সিতে ৪ পয়েন্ড নিয়ে সবার উপরে রয়েছে।

আর্জেন্টিনা বনাম পোলেন্ড হেড টু হেড 

বন্ধুরা আর্জেন্টিনার সাথে পোলেন্ডের এই পর্যন্ত ফিফা বিশ্বকাপে ২ বার মুখোমুখি হয়েছে। এই দুই ম্যাচে একবার আর্জেন্টিনা জিতেছে আর একবার পোলেন্ড। আর ফ্রেন্ডলি ও অন্যান্য ম্যাচে ৯ বার মুখোমুখি হয়েছে। এতে আর্জেন্টিনা জিতেছে ৫ বার আর পোলেন্ড ২ বার, ড্র হয়েছে ২ বার। তো বন্ধুরা ফিফা ও ফ্রেন্ডলি ম্যাচ এক সাথে হিসাব করলে পোল্যান্ড এর সাথে আর্জেন্টিনা মোট ৬ বার জয়লাভ করেছে, ৩ বার পোল্যান্ডের সাথে হেরেছে এবং ২ বার ম্যাচ ড্র হয়েছে।

তো বন্ধুরা এবার আমরা আর্জেন্টিনা বনাম পোলেন্ড এর সকল পরিসংখ্যান এক সাথে দেখার চেষ্টা করবো। আসা করি এই পরিসংখ্যান দেখলে মোটামুটি আইডি পেয়ে যাবেন। আর্জেন্টিনা সাথে পোলেন্ডের ম্যাচ কতটা শক্তিশালী হবে।

 

       

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম পোলেন্ড এর ম্যাচ কবে কখন?

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম পোলেন্ড এর ম্যাচ আগামী ১ ডিসেম্বর রাত ১ টা Stadium: Stadium 974 – Rush and Aboud এ অনুষ্ঠিত হবে। 

আর্জেন্টিনা বনাম পোলেন্ড পরিসংখ্যান 

খেলার তারিখ ম্যাচ রেজাল্ট স্কোর প্রতিযোগিতা
11 Jun 1966 আর্জেন্টিনা বনাম পোল্যান্ড Drawn  1-1 International Friendly
19 Dec 1968 আর্জেন্টিনা বনাম পোল্যান্ড Win  1-0 International Friendly
15 Jun 1974 আর্জেন্টিনা বনাম পোল্যান্ড Lose 2-3 FIFA World Cup
24 Mar 1976 আর্জেন্টিনা বনাম পোল্যান্ড Win 1-2 International Friendly
29 May 1977 আর্জেন্টিনা বনাম পোল্যান্ড Win 3-1 International Friendly
14 Jun 1978 আর্জেন্টিনা বনাম পোল্যান্ড Win 2-0 FIFA World Cup
12 Oct 1980 আর্জেন্টিনা বনাম পোল্যান্ড Win 2-1 International Friendly
28 Oct 1981 আর্জেন্টিনা বনাম পোল্যান্ড Lose 1-2 International Friendly
17 Jan 1984 আর্জেন্টিনা বনাম পোল্যান্ড Drawn 1-1 Nehru Cup
26 Nov 1992 আর্জেন্টিনা বনাম পোল্যান্ড Win 2-0 International Friendly
05 Jun 2011 আর্জেন্টিনা বনাম পোল্যান্ড Lose 2-1 International Friendly

আর্জেন্টিনা বনাম পোলেন্ড এর ম্যাচে কে বেশি শক্তিশালী?

বন্ধুরা আমরা যদি উপরের পরিসংখ্যান এর দিকে লক্ষ করি তাহলে নিশ্চিন্তে আর্জেন্টিনা শক্তিশালী। তারপর ও পোলেন্ড ও কম না তাই আর্জেন্টিনাকে অবশ্যই ভালো খেলতে হবে।

Tag:আর্জেন্টিনা বনাম পোলেন্ড ২০২২ লাইভ,রেকর্ড ও পরিসংখ্যান, argentina vs poland head to-head record



Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)

 

   

     

       

     

   

 

Leave a Comment