আমি হব কাজী নজরুল ইসলাম কবিতা
কবিতা আমি হব
Kobita Ami hobo Kazi Nazrul Islam
আমি হব সকাল বেলার পাখি কবিতা
আমি হব
কাজী নজরুল ইসলাম
আমি হব সকাল বেলার পাখি ।
সবার আগে কুসুমবাগে।
উঠব আমি ডাকি ।
সূয্যি মামা জাগার আগে
উঠব আমি জেগে ,
হয়নি সকাল , ঘুমাে এখন ,
মা বলবেন রেগে !
বলব আমি , আলসে মেয়ে !
ঘুমিয়ে তুমি থাক ,
হয়নি সকাল , তাই বলে কি
সকাল হবে নাকো !
আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে ?
তােমার ছেলে উঠলে গাে মা
রাত পােহাবে তবে !
Tag: আমি হব কাজী নজরুল ইসলাম কবিতা, কবিতা আমি হব, Kobita Ami hobo Kazi Nazrul Islam, আমি হব সকাল বেলার পাখি কবিতা, আমি হব সকাল বেলার পাখি লিরিক
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)