Table of Contents
মানকাবাত: আমি বায়াত হব
হুজুর কেবলা রাজি থাকলে কদম চুমিব
হাতে হাত রাখিয়া আমি তওবা করিব
তওবা করিব আমি বায়াত হব
বায়াত হব আমি ছবক নেব
সিলসিলায়ে কাদেরিয়ায় দাখিল হব।
আউলাদে রাসুল তিনি নবী বাগের ফুল,
তাহার নুরী হাসি দেখে দুনিয়া মসগুল
তাহার প্রেমে মান কুল মান জীবন দেব।
হুজুর গাউসে পাকের প্রতিনিধি
আনজুমানের মূল
তৈয়ব শাহার প্রানের দুলাল তাহেরীয়া ফুল
সুযোগ পেলে সেই ফুলেরি সুভাষ নেব
সিরিকুট বাগের সেই ফুলেরি সুভাষ নেব।
ইয়া রাসুলুল্লাহ মোরা ধন্য হয়েছি
ফিতনার যুগে আপনার আওলাদ পেয়েছি
সেই আওলাদের চরণ ধুলি সুর্মা বানাব।