আমি নবীজির পাগল – মাওলানা মুহাম্মদ শামশুল ইসলাম ভান্ডরী (ﷺ)

Join Telegram for More Books

Table of Contents
 

আমি নবীজির পাগল
মাওলানা মুহাম্মদ শামশুল ইসলাম ভান্ডরী (ﷺ)

—————————————————–
আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল
মদিনারই ধূল বালি মোর নয়নের কাজল।


আমার জিকির নবী নবী দো চোখে মদিনার ছবি
নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। ঐ


শুনিলে মদিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা
বুকের ভিতর ভেসে উঠে আনন্দের ঢল। ঐ


আমার সকল রোগের ঔষধ
দয়াল নবীর সালাম দরূদ

ভক্তি মনে পড়ি যখন, হই সুস্থ সবল। ঐ


নবীর আউলা যখন দেখি মনে বড় আশা রাখি
চরণ দুটি ধৌত করি, দিয়ে চোখের জল। ঐ

আপনার পছন্দের আর দেখুন

Leave a Comment