আমার একার সুখ, সুখ নহে ভাই… এসো বন্ধু, এ জীবন মধুময় করি

আমার একার সুখ, সুখ নহে ভাই... এসো বন্ধু, এ জীবন মধুময় করি | সারমর্ম

আমার একার সুখ, সুখ নহে ভাই,

সকলের সুখ, সখা, সুখ শুধু তাই।

আমার একার আলো সে যে অন্ধকার

যদি না সবারে অংশ আমি দিতে পাই।

সকলের সাথে বন্ধু সকলের সাথে,

যাইব কাহারে বলো ফেলিয়া পশ্চাতে?

ভাইটি আমার যে তো ভাইটি আমার।

নিয়ে যদি নাহি পারি হতে অগ্রসর,

সে আমার দুর্বলতা, শক্তি সে তো নয়।

সবই আপন হেথা, কে আমার পর?

হৃদয়ের যোগ সে কি কভু ছিন্ন হয়?

এক সাথে বাঁচি আর এক সাথে মরি

এসো বন্ধু, এ জীবন মধুময় করি।

সারমর্ম: একাকী জীবনে কখনোই সুখ উপলব্ধি করা যায় করা না। কেননা সমগ্র মানবজাতিই আত্মার নিবিড় বন্ধনে আবদ্ধ। তাই সবাই মিলেমিশে সুখ-দুঃখ ভাগাভাগি করে আত্মীয়তার বন্ধনে জড়িয়ে থাকার মধ্যেই প্রকৃত সুখ নিহিত।

Leave a Comment