আজকের সাধারণ জ্ঞান ২৫ জানুয়ারি ২০২১

আজকের_সাধারণ_জ্ঞান

পত্রিকা থেকে সংগৃহীত (২৫ জানুয়ারি, ২০২১)

  • বাংলাদেশ বিষয়াবলী

০১. ভারতের সেরাম ইন্সিটিউটের কাছ থেকে কেনা করোনা টিকার ৫০ লাখ ডোজের প্রথম চালান কবে বাংলাদেশে আসে?

উত্তরঃ ২৫ জানুয়ারি, ২০২১.

## সেরাম থেকে ছয় মাসে তিন কোটি টিকা কেনার চুক্তি করা হয়েছে। 

## এর আগে গত ২১ জানুয়ারি ভারত সরকারের উপহার হিসেবে ২০ লাখ টিকা বাংলাদেশে এসেছে। 

০২. দেশে বর্তমানে কতটি শিক্ষাবোর্ড রয়েছে?

উত্তরঃ ১১টি। 

## প্রশাসনিক বিভাগ – ৮টি। 

০৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচারের দাবিতে কার নেতৃত্বে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ গঠিত হয়?

উত্তরঃ শহীদ জননী জাহানারা ইমাম। 

## গঠিত হয় – ১৯৯২ সালে। 

০৪. দেশে বর্তমানে সাত বছরের বেশী বয়সীদের মধ্যে সাক্ষরতার হার কত?

উত্তরঃ ৭৪.৪ শতাংশ। 

## পনেরো বছরের বেশী বয়সীদের মধ্যে সাক্ষরতার হার – ৭৪.৭ শতাংশ। 

০৫. দেশের বর্তমান (১৬তম) অ্যাটর্নি জেনারেল কে?

উত্তরঃ এ এম আমিন উদ্দিন। 

## নিয়োগ – ১১ অক্টোবর, ২০২০.

০৬. দেশে প্রথম কবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) -এর মাধ্যমে ভোট নেওয়া হয়?

উত্তরঃ ২০১২ সালে।

## কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে পুরোপুরি ইভিএম -এর ব্যবহার হয়েছিল। 

## একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার দুটি সহ মোট ছয়টি আসনে ইভিএম ব্যবহৃত হয়েছে। 

০৭. University Grants Commission (UGC) বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯৭৩ সালে। 

০৮. বাংলা ভাষার অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত কবে জন্মগ্রহণ করেন?

উত্তরঃ ২৫ জানুয়ারি, ১৮২৪ (মৃত্যু – ২৯ জুন, ১৮৭৩)

## বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক নাটক – শর্মিষ্ঠা। 

## বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক মহাকাব্য – মেঘনাদবধ।

## তাঁর শেষ রচনা (নাটক) – মায়াকানন (১৮৭৩)। 

  • আন্তর্জাতিক বিষয়াবলী 

০১. যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ইউরোপীয় নেতাদের মধ্যে প্রথম কার সাথে কথা বলেন?

উত্তরঃ বরিস জনসন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। 

## কথা বলেন – ২৩ জানুয়ারি, ২০২১.

০২. ‘বারনামা’ কোন দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা?

উত্তরঃ মালয়েশিয়া। 

০৩. রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত অ্যালেক্সি নাভালনিকে কবে বিষ প্রয়োগ করা হয়?

উত্তরঃ ২০ আগস্ট, ২০২০.

## জার্মানি থেকে চিকিৎসা শেষে দেশে ফিরলে তাঁকে রাশিয়ার সরকার গ্রেফতার করে – ২৩ জানুয়ারি, ২০২১.

০৪. ‘কিউঅ্যানন ষড়যন্ত্র তত্ত্ব’ -এর সাথে সম্পর্কিত কোন দেশ?

উত্তরঃ যুক্তরাষ্ট্র। 

০৫. ‘H-6K’ কোন দেশের তৈরি বোমারু যুদ্ধবিমান?

উত্তরঃ চীন। 

## পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম চীনের এই বিমান সম্প্রতি তাইওয়ানের সীমান্তে ঢুকে পড়েছে বলে তাইওয়ান দাবি করছে। 

০৬. ভারতের আলোচিত ‘আজাদ ময়দান’ কোথায় অবস্থিত?

উত্তরঃ মুম্বাই। 

০৭. ‘টেলিগ্রাফ’ কোন দেশের সংবাদপত্র?

উত্তরঃ যুক্তরাজ্য। 

০৮. যুক্তরাষ্ট্র সর্বশেষ কবে ভেনেজুয়েলার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে?

উত্তরঃ ২৩ জানুয়ারি, ২০১৯.

০৯. ‘আনসারুল্লাহ মুভমেন্ট’ কোন দেশ ভিত্তিক সশস্ত্র সংগঠন?

উত্তরঃ ইয়েমেন। 

## গত ১০ জানুয়ারি মার্কিন প্রশাসন এই সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। 

১০. দ্য ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের পূর্বাভাস অনুযায়ী ২০২১ সালে কোন অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি সবচেয়ে বেশি হবে?

উত্তরঃ ম্যাকাও (প্রবৃদ্ধি – ৩৫.৪ শতাংশ)।

## এই পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের প্রবৃদ্ধি হবে – ৫.৮ শতাংশ (দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় শীর্ষ)। 

  • বিজ্ঞান ও প্রযুক্তি 

০১. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?

উত্তরঃ ভিটামিন সি। 

০২. ওয়ার্ড প্রোগ্রামের ফাইল এক্সটেনশন কোনটি?

উত্তরঃ .doc বা .docx

#করোনাভাইরাস COVID-19 আপডেট – (2019-nCoV)

২৪ জানুয়ারি, ২০২১ পর্যন্ত – সারা বিশ্বে

মোট আক্রান্ত – ৯ কোটি ৯৪ লাখ ১৬ হাজার ৩৭৪ জন (বাংলাদেশে আক্রান্ত – ৫ লাখ ৩১ হাজার ৭৯৯ জন)। 

মোট সুস্থ – ৭ কোটি ১৪ লাখ ৮৭ হাজার ১৮২ জন (বাংলাদেশে সুস্থ – ৪ লাখ ৭৪ হাজার ৪১৩ জন)।   

মোট মৃত্যু – ২১ লাখ ৩২ হাজার ১৬৪ জন (বাংলাদেশে মৃত্যু – ৮ হাজার ২৩ জন)। 

সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ২২০টি দেশ ও অঞ্চলে। 

  • খেলাধুলা 

০১. ২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তরঃ বাংলাদেশ। 

## অনুষ্ঠিত হবে – ১০-২০ নভেম্বর, ২০২১. 

## অংশগ্রহণকারী দল – ৩৫টি। 

#সেরা_উক্তি 

“সাফল্যের মূল্য হল হাতের কাজের প্রতি ভালোবাসা আর কঠোর পরিশ্রম। সেইসাথে, জয় পরাজয় ভুলে নিজের পুরো সামর্থ বিলিয়ে দেয়া।”

– ভিন্স লম্বারডি (আমেরিকান ফুটবলার ও কোচ)।

Leave a Comment