আজকের আর্জেন্টিনা স্কোয়াড/ একাদশ (আর্জেন্টিনা বনাম মেক্সিকো)

আজকের আর্জেন্টিনা স্কোয়াড/ একাদশ (আর্জেন্টিনা বনাম মেক্সিকো) | কাতার বিশ্বকাপ ২০২২

আজ রাত ১ টায় আর্জেন্টিনা বনাম মেক্সিকোর খেলা শুরু হবে। একটি হারে শেষ হয়ে যেতে পারে লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্ন। সৌদি আরব ম্যাচ থেকে শিক্ষা নিয়ে এখন মেক্সিকোর বিপক্ষে একাদশে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। 

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টসের দাবি, আর্জেন্টিনা দলে সব মিলিয়ে আসতে পারে ৫ পরিবর্তন। বাদ পড়তে যাওয়াদের মধ্যে মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসও আছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

রক্ষণে লিসান্দ্রো মার্তিনেজকে আনা হতে পারে ক্রিস্টিয়ান রোমেরোর জায়গায়, নাহুয়েল মলিনার জায়গায় নিতে পারেন গঞ্জালো মন্তিয়েলকে এবং মার্কোস আকুনিয়াকে নিয়ে আসা হতে পারে নিকোলাস তালিয়াফিকোর জায়গায়।

আর মিডফিল্ডে পারেদেসের সঙ্গে বাদ পড়তে পারেন পাপু গোমেজও। এ জায়গায় আসতে পারেন এঞ্জো ফার্নান্দেজ। তবে ফরোয়ার্ড লাইনে কোনো পরিবর্তন আনবেন না স্কালোনি। লিওনেল মেসির সঙ্গে থাকবেন লাওতারো মার্তিনেজ।

       

আজকের আর্জেন্টিনা স্কোয়াড/ একাদশ

যেমন হতে পারে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার একাদশ:

  1.  এমিলিয়ানো মার্তিনেজ
  2.  গঞ্জালো মন্তিয়েল
  3. নিকোলাস ওতামেন্দি
  4. লিসান্দ্রো মার্তিনেজ
  5. মার্কোস আকুনিয়া
  6.  রদ্রিগো ডি পল
  7. গুইদো রদ্রিগেজ
  8.  এঞ্জো ফার্নান্দেজ
  9.  আনহেল দি মারিয়া
  10.  লাওতারো মার্তিনেজ 
  11.  লিওনেল মেসি।

Tag:আজকের আর্জেন্টিনা স্কোয়াড/ একাদশ | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | কাতার বিশ্বকাপ ২০২২



Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)

 

   

     

       

     

   

 

Leave a Comment