আকিকার জন্য ছাগলের বয়স | আকিকার জন্য ছাগলের বয়স কত হতে হবে

আকিকার জন্য ছাগলের বয়স | আকিকার জন্য ছাগলের বয়স কত হতে হবে

 আসছালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকা সবাই কেমন আছেন আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা আজকে আমরা তোমাদের আকিকার জন্য ছাগলের বয়স -আকিকার জন্য ছাগলের বয়স কত হতে হবে এই বিষয় নিয়ে আলোচনা করবো। আসা করি তোমরা যারা আকিকার জন্য ছাগলের বয়স -আকিকার জন্য ছাগলের বয়স কত হতে হবে এই বিষয় খুজতেছো তোমাদের উপকারে আসবে 

           

আকিকার জন্য ছাগলের বয়স 

উত্তরঃ ছাগলের বয়স কমপক্ষে এক বছর হতে হবে। তবে কোনোটি যদি একবছর বয়স না হয়; কিন্তু দেখতে একবছর বা তার চেয়েও বেশি বলে মনে হয়। অর্থাৎ দেখতে নাদুস-নুদুস হয় তবে ওটা দিয়ে আকিকা করা যাবে

আকিকার জন্য ছাগলের বয়স কত হতে হবে 

আকিকার ছাগলের বয়স কত হতে হবে? নাকি দাঁতানো হতে হবে?–

জবাব: আকিকার ক্ষেত্রে ছাগলের বয়স কমপক্ষে এক বছর হতে হবে। তবে কোনোটি যদি একবছর বয়স না হয়; কিন্তু দেখতে একবছর বা তার চেয়েও বেশি বলে মনে হয়। অর্থাৎ দেখতে নাদুস-নুদুস হয় তবে ওটা দিয়ে আকিকা করা যাবে। একান্তই যদি উল্লেখিত বয়সের কোনো ছাগল পাওয়া না যায়; তবে সে ক্ষেত্রে এরচেয়েও কম বয়সী ছাগল দ্বারা আকিকা করা যাবে। কেননা, যেসব জন্তু দিয়ে কোরবানি শুদ্ধ হয় না, সেসব জন্তু দিয়ে আকিকাও শুদ্ধ হয় না। তাই আকিকার ক্ষেত্রে জন্তুর বয়স ও ধরনের দিক থেকে কোরবানির জন্তুর গুণ পাওয়া যায়, এমন জন্তুই নির্বাচন করতে হবে।

রাসুলুল্লাহ  বলেছেন,

لَا تَذْبَحُوا إلَّا مُسِنَّةً إلَّا أَنْ يَعْسُرَ عَلَيْكُمْ فَتَذْبَحُوا جَذَعَةً مِنْ الضَّأْنِ

তোমরা (কুরবানীর জন্য) মুসিন্নাহ ব্যতীত যবাই করো না। যদি সম্ভব না হয় তবে ছয় মাস বয়সী ভেড়া বা দুম্বা। (সহীহ মুসলিম ১৯৬৩)

মুসিন্নাহ হল, ৫ বছর বয়সী উট, ২ বছরের গরু ও ছাগলের ক্ষেত্রে ১ বছর। (শরহুন নববী)

Tag:আকিকার জন্য ছাগলের বয়স, আকিকার জন্য ছাগলের বয়স কত হতে হবে 

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)

Leave a Comment