অভিযাত্রী বাংলা সাহিত্য ও ব্যাকরণ লিখিত+MCQ

আসছালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন।আসা করি সবাই ভালো আছেন। আজকে আমরান করি তোমাদের উপকারে আসবে।    

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতবছর থেকে MCQ এর পাশাপাশি লিখিত যুক্ত হয়েছে এবং এখন থেকে এই সিলেবাস অনুযায়ী ই পরীক্ষা হবে।দেখা যায় সবাই MCQ এর ভালো মার্ক পায় কিন্তু লিখিত পরীক্ষার উত্তর করতে পারেনা।এমন ও হয় যে MCQ মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে তোমাদের অবশ্যই লিখিত পরীক্ষায় ভালো মার্ক পায়না এমন ও হয় যে লিখিত পরীক্ষায় ফেইল করে।তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছি তোমরা বই কেনার সময় অবশ্যই যে বইয়ে লিখিত অংশ বেশি আছে সেই বই কিনবা।

অভিযাত্রী বাংলা সাহিত্য ও ব্যাকরণ লিখিত+MCQ – Pdf Download |অভিযাত্রী বাংলা সাহিত্য ও ব্যাকরণ Pdf  

অভিযাত্রী বইয়ে প্রতিটি অধ্যায় থেকে

  •  সকল বিশ্ববিদ্যালয়ে আসার মত সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, 
  • এক কথায় উত্তর, 
  • গুরুত্বপূর্ণ লাইনের ব্যাখ্যা, 
  • ১২ টি গদ্য,
  • ১২টি পদ্য,
  • ১ টি নাটক এবং ১ টি উপন্যাস থেকে আসার মতো লিখিত প্রশ্নোত্তর এবং প্রাকটিস করার জন্য প্রচুর পরিমাণে MCQ দেওয়া হয়েছে।এছাড়াও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা ভাবসম্প্রসারণ, অনুচ্ছেদ, সারাংশ, সারমর্ম, passage translation, সংক্ষিপ্ত রচনা ইত্যাদি দেওয়া আছে।

আমরা আজকের পিডিএফে নতুন সংস্করণ থেকে কিছু পেইজ দেওয়া হয়েছে,আসা করি তোমাদের উপকারে আসবে।

অভিযাত্রী ভর্তি যাত্রায় পথ প্রদর্শক বাংলা সাহিত্য ও ব্যাকরণ লিখিত+MCQ Pdf Download|Ovizatri Bangla Sahitto O Grammar Pdf Download  

অভিযাত্রী বাংলা সাহিত্য ও ব্যাকরণ লিখিত+MCQ Pdf Download|Ovizatri Bangla Sahitto O Grammar Pdf Download


 অভিযাত্রী বাংলা সাহিত্য ও ব্যাকরণ By মোঃ আবূ বকর সিদ্দিক Pdf Download       

Click Here To Download    

Tag:অভিযাত্রী বাংলা সাহিত্য ও ব্যাকরণ লিখিত+MCQ Pdf Download,Ovizatri Bangla Sahitto O Grammar Pdf Download,অভিযাত্রী বাংলা সাহিত্য ও ব্যাকরণ Pdf,অভিযাত্রী বাংলা সাহিত্য ও ব্যাকরণ ২০২০-২১ Pdf  



Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)

 

   

     

       

     

   

 

Leave a Comment