অবাক সূর্যোদয় হাসান হাফিজুর রহমান কবিতা | কবিতা অবাক সূর্যোদয়

   
   

   

অবাক সূর্যোদয় হাসান হাফিজুর রহমান কবিতা  

কবিতা অবাক সূর্যোদয়  

Kobita Obak Surjodoy Hasan Hafizur Rahman

অবাক সূর্যোদয় 

হাসান হাফিজুর রহমান 

কিশাের তােমার দুই 

হাতের তালুতে আকুল সূর্যোদয় 

রক্তভীষণ মুখমণ্ডলে চমকায় বরাভয় । 

বুকের অধীর ফিনকির ক্ষুরধার 

শহিদের খুন লেগে 

কিশোের তােমার দুই হাতে দুই 

সূর্য উঠেছে জেগে । 

মানুষের হাতে অবাক সূর্যোদয় , 

যায় পুড়ে যায় মর্তের অমানিশা

শঙ্কার সংশয় । 

কিশাের তােমার হাত দুটো উঁচু রাখাে 

প্রবল অহংকারে সূর্যের সাথে । 

অভিন্ন দেখ অমিত অযুত লাখ । 

সারা শহরের মুখ । 

তােমার হাতের দিকে 

ভয়হারা কোটি অপলক চোখ একাকার হলাে 

সূর্যের অনিমিখে ।

কিশাের তােমার হাত দুটো উঁচু রাখাে 

লােলিত পাপের আমূল রসনা ত্রুর অগ্নিতে ঢাক । 

রক্তের খরতানে । 

জাগাও পাবক প্রাণ 

কণ্ঠে ফোটাও নিষ্ঠুরতম গান । 

যাক পুড়ে যাক আপামর পশু 

মনুষ্যত্বের ধিক অপমান 

কিশাের তােমার হাত দুটো উঁচু রাখাে 

কুহেলী পােড়ানাে মিছিলের হুতাশনে 

লাখ অযুতকে ডাক । 

কিশাের তােমার দুই 

হাতের তালুতে আকুল সূর্যোদয় 

রক্তশােভিত মুখমণ্ডলে চমকায় বরাভয় ।

Tag: অবাক সূর্যোদয় হাসান হাফিজুর রহমান কবিতা,  কবিতা অবাক সূর্যোদয়,  Kobita Obak Surjodoy Hasan Hafizur Rahman

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)

Leave a Comment