অন্ধবধূ যতীন্দ্রমোহন বাগচী কবিতা | কবিতা অন্ধবধূ

   
   

   

অন্ধবধূ যতীন্দ্রমোহন বাগচী কবিতা  

কবিতা অন্ধবধূ  

Kobita Andhobodhu Jotindromohon Bagchi

অন্ধবধূ

যতীন্দ্রমোহন বাগচী

পায়ের তলায় নরম ঠেকল কী ! 

আস্তে একটু চল না ঠাকুরঝি – 

ওমা , এ যে ঝরা – বকুল ! নয় ? 

তাইতাে বলি , বসে দোরের পাশে , 

রাত্তিরে কাল- মধুমদির বাসে 

আকাশ – পাতাল- কতই মনে হয় । 

জ্যৈষ্ঠ আসতে ক – দিন দেরি ভাই – 

আমের গায়ে বরণ দেখা যায় ? – 

অনেক দেরি ? কেমন করে হবে ! 

কোকিল – ডাকা শুনেছি সেই কবে , 

দখিন হাওয়া – বন্ধ কবে ভাই ; 

দীঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে – 

শ্যাওলা – পিছল – এমনি শঙ্কা লাগে , 

পা – পিছলিয়ে তলিয়ে যদি যাই ! 

মন্দ নেহাত হয় না কিন্তু তায় – 

অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায় ! 

দুঃখ নাইকো সত্যি কথা শােন , 

অন্ধ গেলে কী আর হবে বােন ? 

বাঁচবি তােরা – দাদা তাে তাের আগে ? 

এই আষাঢ়েই আবার বিয়ে হবে , 

বাড়ি আসার পথ খুঁজে না পাবে – 

দেখবি তখন – প্রবাস কেমন লাগে ? ‘ 

চোখ গেল ’ ওই চেঁচিয়ে হলাে সারা । 

আচ্ছা দিদি , কী করবে ভাই তারা

জন্ম লাগি গিয়েছে যার চোখ । 

কাদার সুখ যে বারণ তাহার – ছাই ! 

কাঁদতে পেলে বাঁচত সে যে ভাই , 

কতক তবু কমত যে তার শােক । 

‘ চোখ গেল’- তার ভরসা তবু আছে 

চক্ষুহীনার কী কথা কার কাছে । 

টানিস কেন ? কিসের তাড়াতাড়ি 

সেই তাে ফিরে যাব আবার বাড়ি , 

একলা – থাকা- সেই তাে গৃহকোণ 

তার চেয়ে এই স্নিগ্ধ শীতল জলে 

দুটো যেন প্রাণের কথা বলে 

দরদ – ভরা দুখের আলাপন ; 

পরশ তাহার মায়ের স্নেহের মতাে 

ভুলায় খানিক মনের ব্যথা যত ! ঠাকুরঝি – ননদ

Tag: অন্ধবধূ যতীন্দ্রমোহন বাগচী কবিতা,  কবিতা অন্ধবধূ,  Kobita Andhobodhu Jotindromohon Bagchi

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)

Leave a Comment