অনুচ্ছেদ : আমার জীবনের লক্ষ্য

আমার জীবনের লক্ষ্য

(ছবি আঁকা)

আমার নাম রুমানা।
আমি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার সালাম নগর গ্রামে বাস করি। আমাদের গ্রামের নাম ভাষা
শহীদ সালামের নামে নামকরণ করা হয়েছে। ছবি এঁকে শিল্পী হওয়ার কোন ইচ্ছে আমার ছিল না।
আমি যখন তৃতীয় শ্রেণিতে পড়ি তখন আমি আমাদের গ্রামের সালাম নগরে প্রতিষ্ঠিত শহীদ মিনারে
একুশে ফেব্রুয়ারি ভোর বেলায় বাবার সাথে ফুল দিতে যাই। সে দিন শহীদ মিনারটি ফুলে ফুলে
ভরে যায়। এদৃশ্যটি আমার মনে রেখাপাত করে। মনের এ চিন্তা ভাবনা থেকে স্কুলের খাতায় কয়েকটি
শহীদ মিনার আঁকতে শুরু করি। শহীদ মিনার এঁকে তৃপ্তি লাভের পর আমাদের প্রকৃতির গাছপালা,
পশুপাখি, আম, জাম, নারিকেল, কাঁঠাল, পেঁপে, মাছ, খাল-বিল, নদী-নালা, রিকশা, নৌকা, গরুরগাড়ি,
ফসলি জমি এমন কি কৃষাণ, কৃষাণীর ছবি আঁকতে থাকি। এখন আমি রামনগর হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীতে
পড়ি। বিদ্যালয়ের প্রথম দিনেই প্রধান শিক্ষকের অফিস কক্ষে রাখা জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের ছবি এবং বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো আছে।
শ্রেণি কক্ষে প্রবেশ করলে কক্ষের দেয়ালে টাঙানো আছে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী
কবি কাজী নজরুল ইসলাম, কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিজ্ঞানী নিউটন, ডারউইন,
দার্শনিক সক্রেটিস, এরিস্টটল, প্লেটো সহ অনেক জ্ঞানীগুনি মানুষের ছবি দেখতে পাই। এসব
ছবি দেখতে দেখতে তাদের ছবি আঁকতে শুরু করি। ছবি আঁকতে আঁকতে একজন শিল্পী হওয়ার হওয়া
যায় সেটি আমি বুঝতে পারছি। এজন্য আমি নিজেকে একজন পেশাদার শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত
করার জন্য ছবি আঁকাকে জীবনের লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছি।

Leave a Comment