অগ্রিম ছুটির জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র ~ Exam Cares

মনে করো, তুমি রোকাইয়া শশী। আগামী ২৫শে জুন তোমার বড় বোনের বিয়ে। এ উপলক্ষে চার দিনের অগ্রিম ছুটি চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।

অগ্রিম ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র

২১/০৬/২০২৪

বরাবর

প্রধান শিক্ষক

ছয়সূতী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

কুলিয়ারচর, কিশোরগঞ্জ।

বিষয়: অগ্রিম ছুটির জন্য আবেদন।

মহোদয়,

সবিনয় নিবেদন এই যে, আগামী ২৫শে জুন আমার বড় বোনের শুভবিবাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিষয়ে আমাকে বাড়িতে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হবে। তাই আমার ২২শে জুন থেকে ২৫শে জুন পর্যন্ত মোট ৪ দিনের ছুটি অত্যন্ত প্রয়োজন।

অতএব, অনুগ্রহপূর্বক আমাকে উক্ত ৪ দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

নিবেদক

আপনার অনুগত ছাত্রী

রোকাইয়া শশী

৯ম শ্রেণি, শাখা- বিজ্ঞান

রোল-০১

Leave a Comment