اكْتُبْ رِسَالَةَ بِالْعَرَبِيَّةِ إِلى أَبِيكَ تُخْبِرُهُ عَنْ نَجَاحِكَ السَّارٌ فِي الاختبار | পরীক্ষায় তোমার আনন্দদায়ক ফলাফলের সংবাদ জানিয়ে তোমার পিতার নিকট আরবিতে একটি পত্র লেখ | Dakhil Arabic 2nd Paper

Join Telegram for More Books

Table of Contents

اكْتُبْ رِسَالَةَ بِالْعَرَبِيَّةِ إِلى أَبِيكَ تُخْبِرُهُ عَنْ نَجَاحِكَ السَّارٌ فِي الاختبار | পরীক্ষায় তোমার আনন্দদায়ক ফলাফলের সংবাদ জানিয়ে তোমার পিতার নিকট আরবিতে একটি পত্র লেখ | Dakhil Arabic 2nd Paper - Arabic Letter

 السُّؤَالُ : اكْتُبْ رِسَالَةَ بِالْعَرَبِيَّةِ إِلى أَبِيكَ تُخْبِرُهُ عَنْ نَجَاحِكَ السَّارٌ فِي الاختبار

الْإِجَابَةُ :

بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

مُحَمَّد أَسَامَةً

مَدْرَسَة الجامعة الاحمدية السنية العالية  

التاريخ : ١/٢/٢٠٢٣

أَبِي الْمُعَذِّزُ!

السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ

بَعْدَ التَّحِيَّةِ الْمُبَارَكَةِ أَرْجُوْ أَنْ كُلَّ عُضلٍ مِنَ الْأَسْرَةِ بِالْخَيْرِ وَالسَّلَامَةِ بِعَوْنِ اللَّهِ وَفَضْلِهِ، وَأَنَا أَيْضًا بِخَيْرٍ بِفَضْلِ اللهِ تَعَالَى وَبِدُعَائِكُمُ الْخَالِص.. فَالْخَبَرُ السَّارُ بِأَنْ نَتِيْجَةَ اخْتِبَارِنَا السَّنَوِي قَدْ ظَهَرَتْ الْحَمْدُ لِلَّهِ إِنِّي طَلَعْتُ أَوْلا بَيْنَ الْمُشْتَرِكِيْنَ فِى الْاخْتِبَارِ لِلصف التاسع، أَسَاتِذَتِي وَأصْدِقَائِي كُلُّهُمْ مَسْرُورُونَ بِنَيْلِ هَذِهِ النَّتِيْجَةِ الْفَائِقَةِ وَأَرَدْتُ أَنْ أَحْضُرَ فِي خِدْمَتِكُمْ بَعْدَ سَبْعَةِ أَيَّامٍ إِنْ شَاء الله .

تُبَلِّغُونَ السَّلَامَ إلى أُمِّيَ الْمُحْتَرَمَةَ مَعَ كِبَارِ الْأَقْرِبَاءِ وَالْجِيْرَانِ وَالْحُبْ وَالشَّفَقَةَ إِلَى صِغَارِهِمْ خِتَامًا أَطْلُبُ مِنْكُمُ الدُّعَاءَ مُتَمَنْيا صحتكم الْكَامِلَة .

ابْنُكُمُ الشَّفِيقُ

مُحَمَّد أَسَامَة

প্রশ্ন : পরীক্ষায় তোমার আনন্দদায়ক ফলাফলের সংবাদ জানিয়ে তোমার পিতার নিকট আরবিতে একটি পত্র লেখ। 

উত্তর :

বিসমিল্লাহির রাহমানির রাহীম

মুহাম্মদ উসামা

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা

তারিখ : ২/১/২০২৩

শ্রদ্ধেয় আব্বাজান,

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ

মোবারক সালাম বাদ আশা করি পরিবারের প্রত্যেক সদস্য আল্লাহর মেহেরবানী ও করুণায় ভালো ও শান্তিতে আছে। আমিও আল্লাহ তায়ালার করুণা ও আপনাদের আন্তরিক দোয়ায় ভালো আছি।

আনন্দের খবর হলো, আমাদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি নবম শ্রেণির পরীক্ষার্থীদের মাঝে প্রথম হয়েছি। আমার শিক্ষকবৃন্দ ও বন্ধুরা এ সেরা ফলাফলে আনন্দিত ৷ আমি সাত দিন পর আপনাদের খেদমতে হাজির হব ইনশাআল্লাহ। মা, আত্মীয়স্বজন ও প্রতিবেশী বড়দেরকে সালাম এবং ছোটদেরকে স্নেহ পৌঁছাবেন। পরিশেষে আপনার পূর্ণ সুস্থতা কামনা করে দোয়া চাই।

আপনার স্নেহের ছেলে

মুহাম্মদ উসামা

আপনার পছন্দের আর দেখুন

Leave a Comment