اكْتُبْ رِسَالَةً إِلى أَبِيْكَ وَاذْكُرْ فِيْهَا كَيْفَ اخْتَتَم اِمْتِحَانُ الْعَالِم – আলিম পরীক্ষা কীভাবে সমাপ্ত হলো, তা জানিয়ে তোমার পিতার নিকট একটি পত্র লেখ | Alim Arabic 2nd Paper – আলিম আরবি দ্বিতীয় পত্র

Join Telegram for More Books

Table of Contents
اكْتُبْ رِسَالَةً إِلى أَبِيْكَ وَاذْكُرْ فِيْهَا كَيْفَ اخْتَتَم اِمْتِحَانُ الْعَالِم - আলিম পরীক্ষা কীভাবে সমাপ্ত হলো, তা জানিয়ে তোমার পিতার নিকট একটি পত্র লেখ | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)

السؤال : اكْتُبْ رِسَالَةً إِلى أَبِيْكَ وَاذْكُرْ فِيْهَا كَيْفَ اخْتَتَم اِمْتِحَانُ الْعَالِم –

الإجابة :

بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

مَحْمُودُ الرَّحْمَنِ

مَسْكَنُ الطَّلَابِ، مَدْرَسَةُ الْجَامِعَةُ الأَحْمَدِيَّةُ السُّنِيَّةُ الْعَالِيَةُ ، شيتا غونغ

التاريخ :……..

أبِي الْمُحْتَرمُ !

السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ

بَعْدَ التَّحِيَّةِ الطَّبَةِ وَالسَّلاَمِ الْمَسْتُونِ اَرْجُو أَنَّكُمْ بِالْخَيْرِ بِفَضْلِ اللهِ سُبْحَانَهُ تَعَالَى وَكَرَمِهِ، وَأَنَا أَيْضًا بِالصَّحَةِ وَالسَّلَامَةِ بِرَحْمَةِ اللَّهِ تَعَالَى وَبِدُعَائِكُمُ الْمُسْتَجَابُ –

والدى المُحْتَرمُ  ! الْحَمْدُ لِلّهِ تَعَالَى قَدِ اخْتَتَمَ امْتِحَانُنَا الْمَرْكَزِةُ لِمَرْحَلَةِ الْعَالِمِ بِخَيْرٍ قَبْلَ ثَلَاثَةِ أَيَّامٍ وَإِنِي إِشْتَرَكْتُ فِي امْتِحَانِ جَمِيعَ المواد بِخَيْرِيَّةٍ كَامِلَةٍ فَارْجُو بِفَضْلِ اللهِ تَعَالَى أَنْ أَفُونَ بِتَقْدِيرِ ا+ والله المُؤَيَّدُ بِنَصْرِهِ وَالْفَوزِ الْعَظِيم- 

فِي النَّهَايَةِ أَطْلُبُ الكُمُ الدُّعَاء كَى اَفُوزَ فِي امْتِحَانِنَا بِحَسْبٍ رَجَائِي. بلغوا السَّلَامَ إِلى مَى الْمُكَرَّمَةِ وَغَيْرِهَا مِنَ الْأَكَابِرِ وَالْحُبَّ وَالشَّفْقَةَ إلَى الصَّغَارِ ادْعُو الله عَزَّ وَجَلَّ لِدَوامِ صحتِكُمْ –

ولدُكُمُ الشَّفيق

مَحْمُودُ الرَّحْمَنِ

প্রশ্ন : আলিম পরীক্ষা কীভাবে সমাপ্ত হলো, তা জানিয়ে তোমার পিতার নিকট একটি পত্র লেখ।

উত্তর :

বিসমিল্লাহির রাহমানির রাহীম

মাহমুদুর রহমান

ছাত্রাবাস, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, চট্টগ্রাম।

তারিখ :…..

শ্রদ্ধেয় আব্বাজান,

আসসালামু আলাইকুম ওয়রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ

পবিত্র অভিবাদন ও মাসনুন সালাম বাদ আশা করি আপনারা আল্লাহর কৃপায় ভালো আছেন। আমিও আল্লাহর রহমত ও আপনাদের দোয়ায় ভালো ও সুস্থ আছি। শ্রদ্ধেয় আব্বাজান। আলহামদুলিল্লাহ তিন দিন পূর্বে আমাদের আলিম কেন্দ্রীয় পরীক্ষা ভালোভাবে সমাপ্ত হয়েছে। আমি সকল বিষয়ে খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছি। আশা করি আল্লাহর মেহেরবানীতে A+ পেয়ে উত্তীর্ণ হব। আল্লাহ অবশ্যই তাঁর সাহায্য ও মহান সফলতার দ্বারা সাহায্য করবেন। 

পরিশেষে আমি আপনাদের দোয়া কামনা করছি, যেন প্রত্যাশা অনুযায়ী পরীক্ষায় সাফল্য লাভ করতে পারি। আম্মা ও অন্যান্য মুরুব্বীদের প্রতি সালাম এবং ছোটদের প্রতি স্নেহ পৌঁছাবেন। আল্লাহর নিকট আপনার সার্বক্ষণিক সুস্থতা কামনা করি।

আপনাদের প্রিয় সন্তান 

মাহমুদুর রহমান

আপনার পছন্দের আর দেখুন

Leave a Comment