সাধারণ জ্ঞান : জাতীয় সংসদ নির্বাচন

জাতীয় সংসদ নির্বাচন

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোন সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়? – ১৯৯১ সালে।

বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় – ৭ মার্চ, ১৯৭৩।

২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচন কয়জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন? – ৩৭ জন (নবম সংসদ নির্বাচনে ৬১ জান প্রার্থী ছিল)।

জাতীয় সংসদের প্রথম নারী স্পীকার নিযুক্ত হন কে? – ড. শিরিন শারমিন চৌধুরী (দশম জাতীয় সংসদ ২০১৪)।

বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? – ৭ মার্চ ১৯৭৩ সালে।

বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের আসন সংখ্যা ছিল কতটি? – ৩১৫টি।

প্রথম জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন ছিল কতটি? – ১৫টি।

প্রথম জাতীয় সংসদে (স্বাধীন বাংলাদেশের) প্রথম স্পীকার ছিলেন কে? – মোহাম্মদ উল্লাহ।

প্রথম জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে? – ৭ এপ্রিল ১৯৭৩।

প্রথম জাতীয় সংসদ বিলুপ্তি ঘোষণা করা হয় কবে? – ৬ নভেম্বর ১৯৭৫।

জনগণের সরাসরি ভোটে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? – ১৯৭৮ সালের ৩ জুন।

জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট কে? – মেজর জিয়াউর রহমান।

দ্বিতীয় জাতীয় সংসদ বিলুপ্ত হয় কবে? – ২৪ মার্চ ১৯৮২।

তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? – ৭ মে ১৯৮৬।

তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? – ৩ মার্চ ১৯৮৮।

চতুর্থ জাতীয় সংসদ বিলুপ্ত হয় কবে? – ৬ ডিসেম্বর ১৯৯০।

পঞ্চম জাতীয় সংসদ কবে বিলুপক্ত হয়? – ২৪ নভেম্বর ১৯৯৫।

ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? – ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬।

ষষ্ঠ জাতীয় সংসদে সংবিধানের কতটি সংশোধনী পাস হয়? – ১টি তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত (ত্রয়োদশ)।

ষষ্ঠ জাতীয় সংসদের বিলুপ্তি হয় কবে? – ২৯ মার্চ ১৯৯৬।

সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? – ১২ জুন ১৯৯৬।

সপ্তম জাতীয় সংসদের বিলুপ্তি ঘটে কবে? – ১৩ জুলাই ২০০১।

অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? – ১ অক্টোবর ২০০১।

অষ্টম জাতীয় সংসদের বিলুপ্তি ঘটে কবে? – ২৮ অক্টোবর ২০০৬।

নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? – ২৯ ডিসেম্বর ২০০৮।

নবম জাতীয় সংসদ বিলুপ্তি ঘটে কবে? – ৯ জানুয়ারি ২০১৪।

দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? – ৫ জানুয়ারি ২০১৪।

দশম জাতীয় সংসদ বিলুপ্তি ঘটে কবে? – ৩ জানুয়ারি ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? – ৩০ ডিসেম্বর ২০১৮।

বাংলাদেশের
জাতীয় সংসদের কার্যকাল

অধিবেশন শুরু
অধিবেশন শেষ
কার্যদিবস

এপ্রিল ১৯৭৩

নভেম্বর ১৯৭৫

বছর ৬ মাস
১৫৪টি
(৪টি সংবিধান সংশোধন বিলসহ)

এপ্রিল ১৯৭৯
২৪
মার্চ ১৯৮২

বছর ১১ মাস
৬৫টি
(২টি সংবিধান সংশোধন বিলসহ)
১০
জুলাই ১৯৮৬

ডিসেম্বর ১৯৮৭

বছর ৫ মাস
৩৯টি
(১টি সংবিধান সংশোধন বিলসহ)
১৫
এপ্রিল ১৯৮৬

ডিসেম্বর ১৯৯০

বছর ৫ মাস
১৪২টি
(৩টি সংবিধান সংশোধন বিলসহ)

এপ্রিল ১৯৯১
২৪
নভেম্বর ১৯৯৫

বছর ৮ মাস
১৭২
(২টি সংবিধান সংশোধন বিলসহ)
১৯
মার্চ ১৯৯৬
৩০
মার্চ ১৯৯৬
১টি
(১টি সংবিধান সংশোধন বিল)
১৪
জুলাই ১৯৯৬
১৩
জুলাই ২০০১
২৮
অক্টোবর ২০০১
২৭
অক্টোবর ২০০৫
১৮৫
(১টি সংবিধান সংশোধনী সহ)
২৫
জানুয়ারি ২০০৯
২০
নভেম্বর ২০১৩
২৭১টি
(১টি সংবিধান (পঞ্চদশ) সংশোধনী সহ)
২৯
জানুয়ারি ২০১৪
২১
অক্টোবর ২০১৮
৩০
জানুয়ারি ২০১৯

Leave a Comment